AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OnePlus 11 5G ভারতে আসছে 7 ফেব্রুয়ারি, বছরের প্রথম ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ফোন সম্পর্কে যা জানা জরুরি

আগামী 7 ফেব্রুয়ারি দিল্লি এনসিআরে Cloud 11 শীর্ষক ইভেন্টে ঠিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ OnePlus 11 5G ফোনে পর্দা উন্মোচিত হবে। এই ফোনের সঙ্গেই সে দিন লঞ্চ করা হবে OnePlus Buds Pro 2 ইয়ারবাডস এবং OnePlus TV 65 Q2 Pro।

OnePlus 11 5G ভারতে আসছে 7 ফেব্রুয়ারি, বছরের প্রথম ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ফোন সম্পর্কে যা জানা জরুরি
আসছে নতুন ওয়ানপ্লাস ফোন।
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 7:39 AM
Share

OnePlus 11 5G Launch News: বছরের প্রথম OnePlus ফোন লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। সেটিই 2023 সালের দীর্ঘ প্রতীক্ষিত হ্যান্ডসেট। সেই OnePlus 11 5G ভারতে লঞ্চ করছে 7 ফেব্রুয়ারি। মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাগশিপ ফোনটি স্মার্টফোনের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে এবং জল্পনা চলছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্যতম সেরা পছন্দ হতে চলেছে সেই OnePlus 11 5G। একাধিক লিক থেকে জানা গিয়েছে, এই ফোনের দাম 54,999 টাকা থেকে শুরু হবে এবং ফোনের হাই-এন্ড মডেলের দাম হবে 66,999 টাকা।

বরাবরই ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রসিদ্ধ OnePlus। বছরের পর বছর ধরে সংস্থাটি স্মার্টফোনের একটি চিত্তাকর্ষক লাইন-আপ অফার করে আসছে, যেগুলি পারফরম্যান্সের নিরিখেও গ্রাহককুলের মন জয় করেছে। তার থেকেও বড় কথা এখন স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটাই মাত্র মডেল রয়েছে, যাতে Hasselblad ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। তার উপরে আবার ফোনটির ডিজ়াইনও নজরকাড়া। এখন আসন্ন OnePlus 11 5G ফোনটি এই অভিজ্ঞতাকেই অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে।

আপগ্রেডেড Hasselblad ক্যামেরা

সুইডেনের ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা Hasselblad-এর ওয়ানপ্লাসের পার্টনারশিপ শুরু হয় OnePlus 9 Series থেকে। লাইট-কালার আইডেন্টিফায়িংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে 13 চ্যানেল মাল্টি-স্পেকট্রাল সেন্সর এবং অল-নিউ ডেফিনিশনে আরও উন্নত ক্ল্যারিটি। নতুন বৈশিষ্ট্যগুলির সাহায্যে ওয়ানপ্লাস স্মার্টফোনটি দৃশ্যমান সবকিছু ক্যাপচার করার ক্ষমতা নিয়ে আসছে বলে জল্পনা চলছে। এর পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সিস্টেম।

ক্যামেরা সিস্টেমের দিক থেকে OnePlus 11 5G স্মার্টফোনে রয়েছে কাস্টম-বিল্ড IMX890 50 MP মেইন সেন্সর, IMX709 32 MP পোর্ট্রেইট লেন্স এবং IMX581 48 MP আলট্রা-ওয়াইড ক্যামেরা। স্মার্টফোনটি প্রায় সবরকম সেটিংসে দুর্ধর্ষ ছবি তুলতে পারবে, তা সে ইন্ডোর হোক বা আউটডোর, ব্রাইট লাইটিং থেকে শুরু করে লো লাইটিং, এমনকি পোর্ট্রেইট বা সেলফির ক্ষেত্রেও এই ক্ষমতা প্রদর্শন করতে পারে ফোনটি।

লেটেস্ট Snapdragon প্রসেসর

পারফরম্যান্সের দিক থেকে এই OnePlus 11 5G ফোনটি চালিত হবে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এটি এমনই একটি মোবাইল প্ল্যাটফর্ম যার CPU এবং GPU-র স্পিড যথাক্রমে 35 শতাংশ এবং 25 শতাংশ। এক্কেবারে সাম্প্রতিকতম এই প্রসেসরের জন্যই ফোনটি সামগ্রিক ভাবে একটি পাওয়াহাউস হয়ে উঠতে চলেছে।

একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, OnePlus 11 5G ফোনটি OnePlus এর উত্তরাধিকার অনুযায়ী বেঁচে থাকার জন্য হ্যান্ডসেটটি উন্নত পাওয়ার দক্ষতার সঙ্গে আসতে পারে, যাতে আপনি আপনার ডিভাইসে সব ধরনের প্রডাক্টিভ কাজকর্ম করতে পারেন। এক কথায় ফোনটিকে সেরা মাল্টিটাস্কিং ডিভাইস বলা যেতে পারে।

থাকছে 16GB পর্যন্ত RAM, তাতে আবার RAM ম্যানেজমেন্ট সিস্টেম সংযুক্ত করা হচ্ছে। তার ফলে ফোনটি এই মুহূর্তে মার্কেটের সেরা গেমিং স্মার্টফোন হতে চলেছে। ডলবি ভিসন এবং ডলবি অ্যাটমসের মতো ফিচার দেওয়া হচ্ছে ফোনটিতে, যা স্মার্টফোনের স্ক্রিনে গেমটিকে আরও জীবন্ত করে তুলবে এবং গ্রাহকদের অভিজ্ঞতাও চমৎকার করবে।

কবে লঞ্চ

আগামী 7 ফেব্রুয়ারি দিল্লি এনসিআরে Cloud 11 শীর্ষক ইভেন্টে ঠিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ OnePlus 11 5G ফোনে পর্দা উন্মোচিত হবে। এই ফোনের সঙ্গেই সে দিন লঞ্চ করা হবে OnePlus Buds Pro 2 ইয়ারবাডস এবং OnePlus TV 65 Q2 Pro।