ওয়ানপ্লাস ৯আরটি (OnePlus 9RT) এবং ওয়ানপ্লাস বাডস জ়েড২ (OnePlus Buds Z2) ট্রুলি ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন ভারতে লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফ থেকে দুটি পৃথক ট্যুইটের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের নাম ভারতে ওয়ানপ্লাস আরটি হতে চলেছে। তবে জল্পনা চলছে, ভারতে ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চ হওয়ার পরেই ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯আর ফোন দুটি বন্ধ করতে পারে এই চিনা টেক জায়ান্ট।
ওয়ানপ্লাস তার ট্যুইটে দুটি ক্রিপ্টিক মেসেজ পোস্ট করেছে এবং তার মোর্স কোডে। ডিক্রিপশন থেকে পরিষ্কার হয়ে গিয়েছে ওয়ানপ্লাস ৯আরটি এবং ওয়ানপ্লাস বাডস জ়েড২ ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। প্রথম ট্যুইটের মোর্স কোডে লেখা হয়েছে, ‘ONEPLUS 9Æ’, যার রূপান্তর করলে দাঁড়ায় ওয়ানপ্লাস ৯আরটি। আবার আর একটি ট্যুইটের মোর্স কোড থেকে ওয়ানপ্লাস বাডস জ়েড ২ TWS ইয়ারবাডসটির নামও পরিষ্কার হয়ে গিয়েছে। এই ফোন এবং TWS ইয়ারবাডসে সম্ভাব্য কী কী স্পেসিফিকেশন থাকতে পারে, সেগুলিই এক নজরে দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ৯আরটি স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung E4 AMOLED ডিসপ্লে। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১১ এবং ওপ্পোর ColorOS-এর সাহায্যে। পারফর্ম্যান্সের দিক থেকে ওয়ানপ্লাসের এই ফোনটি একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর পেয়ার করা থাকছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যামের সঙ্গে।
এই ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ডিয়াল এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনের অংশের ক্যামেরায় ৪কে ভিডিয়ো রেকর্ডিং ফিচারও রয়েছে। তার সঙ্গে এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটি অপশনের দিক থেকে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, টাইপ-সি ইউএসবি পোর্ট। ডলবি অ্যাটমোস স্পিকার-সহ ডুয়াল স্টিরিয়ো স্পিকার রয়েছে ওয়ানপ্লাস ৯আরটি ফোনে। অত্যন্ত শক্তিশালী একটি ৪৫০০mAh ডুয়াল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। সেখানে রয়েছে ৬৫টি র্যাপ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ওজন ১৯৮.৫ গ্রাম। ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।
ওয়ানপ্লাস বাডস জ়েড২ স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওয়ানপ্লাস বাডস জ়েড২ TWS ইয়ারবাডসে থাকছে ১১mm ডায়নামিক ড্রাইভার্স এবং অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন বা ANC সাপোর্ট। ৪০db সারাউন্ডিং নয়েজ় ব্লক করতে পারে এই অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন ফিচার। দুর্ধর্ষ ব্যাটারি রয়েছে এই TWS ইয়ারবাডসে, যা এক বার চার্জেই ৩৮ ঘণ্টার ব্যাকআপ দিতে পারে। USB-C পোর্টের সাহায্যেই চার্জ করা হবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন: লঞ্চের আগেই ওপ্পো ফাইন্ড এক্স৫ ফোনের দাম ও ফিচার্স লিক, ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ও ১২০Hz ডিসপ্লে
আরও পড়ুন: জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই ভারতে মোটো জি৭১, দাম হতে পারে ২০ হাজার টাকারও কম
আরও পড়ুন: আইফোন ১২ মিনির দামে ব্যাপক ছাড়! কোথায়, কত দামে পাবেন, দেখে নিন