OnePlus Open কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোনে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, 7.82 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে দুটি সেলফি ক্যামেরা সহ একটি 4800 mAh ব্যাটারি রয়েছে, যা 67W দ্রুত চার্জিং সাপোর্ট করে। ইতিমধ্যেই এই ফোনের প্রথম বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর প্রথম দিনই আপনি এই ফোনে প্রচুর টাকার ছাড় পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, আর এতে কী কী অফার রয়েছে।
OnePlus Open-এর প্রথম বিক্রি শুরু:
OnePlus Open এর 16 GB RAM এবং 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,39,999 টাকা। এটি Emerald Dusk এবং Voyager Black রঙে কিনে নিতে পারবেন। গতকাল অর্থাৎ 27 অক্টোবর দুপুর 12টা থেকে এর বিক্রি শুরু হবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং অফলাইন দোকানের মাধ্যমে কিনতে পারবেন। এই ফোনের সঙ্গে কিছু নির্বাচিত মডেলে 8,000 টাকার ট্রেড-ইন বোনাস দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি এই ফোন কেনার সময় ICICI এবং OneCard ব্যবহার করলে অতিরিক্ত 5,000 টাকা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ তখন ফোনের দাম অনেকটাই কমে যাবে।
OnePlus Open-এ বিশেষ কী আছে?
OnePlus Open-এ রয়েছে 7.82 ইঞ্চি (2268×2440 পিক্সেল) 2K Flexi-Fluid LTPO 3.0 AMOLED ডিসপ্লে যাতে 1-120Hz ডাইনামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে রয়েছে একটি 6.31 ইঞ্চি (1116×2484 পিক্সেল) 2K LTPO 3.0 সুপার ফ্লুইড AMOLED এক্সটার্নাল ডিসপ্লে যার 10-120Hz ডাইনামিক রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে।
OnePlus Open-এ Hasselblad-ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে Sony LYT-T808 পিক্সেল স্ট্যাকড CMOS সেন্সর সহ একটি 48-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে। একই সময়ে, OmniVision OV64B সেন্সর সহ একটি 64-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং একটি তৃতীয় 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। একই সময়ে, কভার স্ক্রিনে একটি 32-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। OnePlus Open-এ 67W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ একটি 4800mAh ব্যাটারি রয়েছে।