AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo F21 Pro Series: ভারতে ওপ্পো এফ২১ প্রো ৫জি ও ওপ্পো এফ২১ প্রো ৪জি ফোনের দাম কত হতে পারে? দেখে নিন

Oppo F21 Pro Series: ওপ্পো এফ২১ প্রো সিরিজে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

Oppo F21 Pro Series: ভারতে ওপ্পো এফ২১ প্রো ৫জি ও ওপ্পো এফ২১ প্রো ৪জি ফোনের দাম কত হতে পারে? দেখে নিন
ওপ্পো এফ২১ প্রো সিরিজে লঞ্চ হতে পারে দুটো ফোন।
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 9:51 AM
Share

ওপ্পো এফ২১ প্রো ৫জি (Oppo F21 Pro 5G) এবং ওপ্পো এফ২১ প্রো ৪জি (Oppo F21 Pro 4G) এই দুই ফোন আগামী ১২ এপ্রিল লঞ্চ হবে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের দাম এবং অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। ওপ্পো এফ২১ সিরিজের (Oppo F21 Series) এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহেই চিনের সংস্থা ওপ্পো ঘোষণা করেছে যে আগামী ১২ এপ্রিল ভারতীয় সময় বিকেল ৫টায় লঞ্চ হবে ওপ্পো এফ২১ প্রো সিরিজের দুটো ফোন ওপ্পো এফ২১ প্রো ৫জি এবং ওপ্পো এফ২১ প্রো ৪জি। অনুমান করা হচ্ছে ভারতে ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। এই ফোনের দাম ২৫,৯৯০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওপ্পো এফ২১ প্রো ৪জি ফোনও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ২১,৯৯০ টাকা।

ওপ্পো এফ২১ প্রো সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

এই সিরিজের দুটো ফোনে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।ওপ্পো এফ২১ প্রো ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। অন্যদিকে ৫জি মডেলের স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ। এছাড়াও দুটো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ৪জি ভ্যারিয়েন্টের ওপ্পো এফ২১ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ৫জি মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ওপ্পো এফ২১ প্রো সিরিজে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি ২ মেগাপিক্সেলের দুটো ডেপথ ও মাইক্রো সেনসরও থাকতে পারে। ৪জি মডেলে ৩২ মেগাপিক্সেলের IMX709 সেলফি সেনসর এবং ৫জি ভ্যারিয়েন্টে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ওপ্পো এফ২১ প্রো সিরিজের ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওপ্পো এফ২১ প্রো ফোনের ওজন হতে পারে ১৭৫ গ্রাম। আর ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোনের ওজন হতে পারে ১৭৩ গ্রাম।

ভারতে কী কী রঙে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২১ প্রো সিরিজের এই দুই ফোন

টিপস্টার সুধাংশু আম্ভোরের দাবি ওপ্পো এফ২১ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ রঙে। অন্যদিকে ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে কসমিক ব্ল্যাক এবং রেনবো স্পেকট্রাম শেডে।

আরও পড়ুন- Best Smartphones: ২০,০০০ টাকার মধ্যে এই মুহূর্তের সেরা ১০ স্মার্টফোন, দুরন্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর