Oppo Find N2 Flip: অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির Oppo-র প্রথম ফ্লিপ ফোন, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 16, 2023 | 2:44 PM

Oppo Find N2 Flip Price: ভারতীয় বাজারে Oppo-এর স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। এবার Oppo তাদের নতুন ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip বিশ্বব্যাপী লঞ্চ করেছে।

Oppo Find N2 Flip: অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির Oppo-র প্রথম ফ্লিপ ফোন, দাম কত?

Follow Us

Oppo Find N2 Flip Smartphone: ভারতীয় বাজারে Oppo-এর স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। এবার Oppo তাদের নতুন ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip বিশ্বব্যাপী লঞ্চ করেছে। 2022-এর ডিসেম্বরে চিনে Oppo Find N2 Flip লঞ্চ হয়েছিল। Oppo Find N2 Flip ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি ডায়নামিক ডিসপ্লে রয়েছে। এছাড়াও, ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। Oppo Find N2 Flip-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর দেওয়া হয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক Oppo Find N2 Flip-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Oppo Find N2 Flip ফোনটির দাম:

Oppo Find N2 Flip-এর দাম 849 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 84,300 টাকা। ফোনটিতে 256 জিবি স্টোরেজে 8 জিবি র‍্যাম রয়েছে এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক ছাড়াও মুনলাইট পার্পল রঙে এটি বাজারে এসেছে। Oppo Find N2 Flip চিনে 5,999 চাইনিজ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকা।

Oppo Find N2 Flip-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Oppo Find N2 Flip-এ Android 13 ভিত্তিক ColorOS 13.0 রয়েছে। Oppo Find N2 Flip-এ একটি 6.8-ইঞ্চি LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন দেওয়া হয়েছে। ফোনে একটি 3.26-ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। যা OLED এবং 60 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। ফোনটিতে MediaTek Dimensity 9000+ প্রসেসর এবং 16 GB পর্যন্ত LPDDR5 RAM সহ 512 GB স্টোরেজ রয়েছে। ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর সুরক্ষা রয়েছে এবং ডিসপ্লের ব্রাইটনেস 900 নিট।

ক্যামেরার প্রসঙ্গে বললে, Oppo Find N2 Flip-এ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। যেটিতে IMX890 সেন্সর সহ 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। দ্বিতীয় লেন্সটিতে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটিতে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার সঙ্গে MariSilicon X চিপসেট রয়েছে। Oppo Find N2 Flip-তে একটি 4,300mAh ব্যাটারি প্যাক রয়েছে, যা 44W দ্রুত চার্জিং সাপোর্ট করে। কানেকশনের জন্য, Oppo Find N2 Flip-এ রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS/A-GPS এবং USB Type-C পোর্ট। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটিতে একটি 4300mAh ব্যাটারি রয়েছে যা 44W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।

Next Article