রাত পোহালেই হোলি (Holi)। রঙের উৎসবে (Festival of Colors) জমিয়ে আনন্দ করার জন্য নিশ্চয় তৈরি রয়েছেন আপনি। আবির-রঙে (Gulal And Color) মেতে এই একটা দিন একদম রঙিন হয়ে কাটানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশের প্রায় সর্বত্র। কিন্তু রঙের হাত থেকে আপনার ফোন (Smartphone), ইয়ারফোন (Earphone) ও অন্যান্য গ্যাজেট (Gadgets) কীভাবে বাঁচাবেন— তার প্রস্তুতি নিয়েছেন তো? যদি এখনও এ ব্যাপারে ভেবে না থাকেন, তাহলে ঝটপট দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি। এর ফলে জল, রঙ, আবির সবকিছু থেকেই সুরক্ষিত থাকবে আপনার ফোন ও অন্যান্য গ্যাজেট। কারণ বর্তমানে সময়ে সত্যিই ফোন ছাড়া থাকা বেশ অসুবিধার। তাই বাড়িতে ফোন রেখে তারপর হোলি খেলতে যাওয়া বিশেষ যুক্তিসঙ্গত নয়। সেই জন্য সঙ্গেই রাখুন স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট। আর তা সুরক্ষিত রাখার পদ্ধতিও জেনে নিন।
১। যদি কোনওভাবে ফোন বা হেডফোনে রঙ বা আবির লেগে যায়, তাহলে সেটা তোলার জন্য আপনি গ্লিসারিন বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। তুলোর মধ্যে গ্লিসারিন বা ময়শ্চারাইজার লাগিয়ে রঙ লাগা জায়গা মুছে নিলেই কাজ হবে।
২। হোলি মানে শুধু রঙ নয়, জলেরও ছড়াছড়ি হয় চারদিকে। আর ফোন বা ইয়ারফোনে জল লাগছে সেটা খারাপ হতে বেশি সময় লাগবে না। অতএব জিপলক ব্যাগ ব্যবহার করুন অতি অবশ্যই। এক্ষেত্রে ওয়াটার প্রুফ ব্যাগও ব্যবহার করতে পারেন। এই জিপলক ব্যাগ বা ওয়াটার প্রুফ ব্যাগে ফোন ভরে তারপর সেটা পকেটে রাখুন। এর ফলে জল এবং রঙ, দুইয়ের থেকেই সুরক্ষিত থাকবে আপনার ফোন।
৩। মোবাইলের স্পিকারের জায়গায় সাধারণ ছিদ্র থাকে। সেখানে অনায়াসের রঙ বা জল ঢুকে তা খারাপ হয়ে যেতে পারে। তাই ওই ফাঁকা অংশ ঢাকার জন্য টেপ লাগিয়ে তা বন্ধ করে দিন। একই কাজ করতে পারেন চার্জিং পোর্টের ক্ষেত্রেও।
৪।এয়ার প্রুফ জিপলক বা ওয়াটার প্রুফ ব্যাগে রাখার সময় ফোন সাইলেন্ট মোডে রাখুন। এর ফলে ফোনের স্পিকার এবং চার্জিং পোর্ট জল এবং রঙের থেকে সুরক্ষিত থাকবে।
৫। আজকাল বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতিতে ফোন লক করা সম্ভব। এক্ষেত্রে ফেসলক ফিচার বা আঙুলের ছাপ বেশ জনপ্রিয়। কিন্তু জিপলক ব্যাগের ভিতর ফোন থাকলে সেক্ষেত্রে এই বায়োমেট্রিক পদ্ধতিতে ফোন আনলক করা বেশ মুশকিল। কারণ হোলির দিন ইউজারের হাতে-মুখে রঙ থাকবে সেটাই স্বাভাবিক। তাই এই বিশেষ দিনের জন্য ফোন লক করার ক্ষেত্রে পিন বা প্যাটার্ন লক পদ্ধতি ব্যবহার করুন। এর ফলে সহজে ফোন আনলক করা যাবে।
৬। জিপলক ব্যাগে ফোন রেখে চার্জ দেবেন না। বিপজ্জনক হয়ে যেতে পারে এই পদ্ধতি। তাই আগে থাকতেই ফোনে চার্জ দিয়ে রাখুন। এছাড়াও জিপলক ব্যাগ যদি কোনও ভাবে ভিজে যায়, তাহলে একেবারেই ফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন না। এর ফলে electrocution বা বিদ্যুতের শক পেতে পারেন। শুধু তাই নয়, ফোনের ক্ষতিও হতে পারে।
৭। রঙ খেলার সময় স্মার্টওয়াচ না পরাই ভাল। কারণ রঙ খেলতে গেলে হাতে জল এবং রঙ দুটোই লাগবে। ফলে স্মার্টওয়াচ সুরক্ষিত রাখা বেশ কঠিন কাজ।
আরও পড়ুন- Amazon Mobile Savings Days Sale: অ্যামাজনের মোবাইল সেভিং ডেজ় সেলে কোন ফোনে কত ছাড় রয়েছে? দেখে নিন