Realme 8 Series: ভারতে আসছে রিয়েলমি ৮ সিরিজের নতুন দু’টি স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে?

গত মাসেই রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের সিইও মাধব শেঠ জানিয়েছিলেন যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৮আই এবং রিয়েলমি ৮এস ৫জি ফোন।

Realme 8 Series: ভারতে আসছে রিয়েলমি ৮ সিরিজের নতুন দু'টি স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে?
রিয়েলমি ৮এস- এর সঙ্গে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৮আই।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2021 | 12:27 PM

রিয়েলমির নতুন ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮এস ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। চিনের ফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি জানিয়েছে, রিয়েলমি ৮এস ৫জি ফোনের সঙ্গে রিয়েলমি ৮আই ফোনও লঞ্চ হবে একই দিনে। চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৮ সিরিজের তিনটি ফোন। ভ্যানিলা ভ্যারিয়েন্ট রিয়েলমি ৮, রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি ৮ ৫জি— এই তিনটি ফোন লঞ্চ হয়েছিল রিয়েলমি ৮ সিরিজে। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে রিয়েলমি ৮আই এবং রিয়েলমি ৮এস ৫জি ফোন। আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হবে। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই দু’টি ফোন লঞ্চ হবে। গত মাসেই রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের সিইও মাধব শেঠ জানিয়েছিলেন যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৮আই এবং রিয়েলমি ৮এস ৫জি ফোন।

রিয়েলমি ৮এস ৫জি স্মার্টফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার-

  • জানা গিয়েছে, রিয়েলমি ৮এস ৫জি ফোনে থাকবে অক্টা-কোর MediaTek Dimensity ৮১০ প্রসেসর।
  • এই চিপসেটে রয়েছে ৫জি কানেক্টিভিটি।
  • রিয়েলমি ৮এস ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz।
  • এই ফোনে ৬ জিবি এবং ৮ জিবি, দুটো র‍্যামের অপশন থাকতে পারে। এর সঙ্গে অতিরিক্ত হিসেবে ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও থাকতে পারে। মূলত এই অ্যাডশনাল র‍্যাম ইন্টারনাল স্টোরেজ হিসেবে কাজ করে। এর দলে ফোনের একাধিক কাজকর্ম সহজ সাবলীল ভাবে সম্পন্ন হয়।
  • এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা। ফোনের ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের দিকের এই ক্যামেরা মডিউলে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • রিয়েলমি ৮এস ৫জি ফোনে রয়েছে ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ। এর পাশাপাশি রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ৩৩W DartCharge ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি ৮আই ফোনের সম্ভাব্য ফিচার-

  • রিয়েলমি ৮আই স্মার্টফোনে থাকতে পারে একটি অক্টা-কোর MediaTek Helio G96 প্রসেসর। এই ফোনে থাকবে ৪জি এলটিই পরিষেবা।
  • এই ফোনে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz।
  • ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে রিয়েলমি ৮আই ফোনে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে ৫০০০mAh ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন- iPhone 13: আইফোনের নতুন সিরিজে থাকবে LEO স্যাটেলাইট কমিউনিকেশন, Notchless ডিজাইনও থাকার সম্ভাবনা