Realme C11 (2021): ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির ‘বাজেট ফ্রেন্ডলি’ স্মার্টফোন, দেখে নিন দাম-ফিচার
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। কুল ব্লু এবং কুল গ্রে, এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি সি১১ (২০২১০)। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা সম্ভব।
ভারতে লঞ্চ হল রিয়েলমি সি১১ ফোনের নতুন ভ্যারিয়েন্ট। উল্লেখ্য, গত বছরই রিয়েলমি সি১১ ফোনের ডেবিউ হয়েছিল। গত বছরের মডেলের সঙ্গে ডিজাইনে মিল থাকলেও ২০২১ রিয়েলমি সি১১ ফোনে বদলেছে ফিচার। বাজেট ফ্রেন্ডলি এই ফোনে রয়েছে একটি সিঙ্গল রেয়ার ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। এছাড়াও এই ফোনে রয়েছে একটি octa-core প্রসেসর। ২ জিনি র্যামেবং ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ বাড়ানো সম্ভব।
ভারতে রিয়েলমি সি১১ (২০২১) ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। কুল ব্লু এবং কুল গ্রে, এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি সি১১ (২০২১০)। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা সম্ভব। গত বছর ভারতে রিয়েলমি সি১১- র যে মডেল লঞ্চ হয়েছিল, তার দাম ছিল ৭৪৯৯ টাকা। যদিও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে এখন আর এই ফোন পাওয়া যায় না। তাই কেউ কিনতে চাইলে তাকে রিয়েলমি সি১১ (২০২১) ফোন কিনতে হবে।
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং Realme UI 2.0- এর সাহায্যে।
- ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে।
- এই ফোনে রয়েছে একটি octa-core প্রসেসর। সেই সঙ্গে রয়েছে ২ জিবি র্যাম।
- রিয়েলমি সি১১ (২০২১) মডেলের রেয়ার ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং এলইডি ফ্ল্যাশ।
- ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনের সামনের ডিসপ্লে অংশে।
- ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে রিয়েলমির এই ফোনে। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- কানেকটিভিটি অপশন হিসেবে রিয়েলমি সি১১ (২০২১) ফোনে রয়েছে ৪জি এলটিই পরিষেবা, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, মাইক্রো ইউএসবি এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
- এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে wired reverse charging সাপোর্ট। এর চার্জিং সাপোর্টের সাহায্যে ইউজাররা অন্যান্য ফোন একটি ওটিজি কেবলের মাধ্যমে চার্জ দিতে পারবেন।
আরও পড়ুন- একটি নয়, নোকিয়ার পাঁচটি নয়া স্মার্টফোন একসঙ্গে লঞ্চ হবে ভারতে!