Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট- এই দুই স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 29, 2021 | 7:52 AM

জানা গিয়েছে, নতুন দুই ফোন আসলে রেডমি ৯আই এবং রেডমি ৯এ- এর মতোই। শুধু নতুন মডেলে যুক্ত হয়েছে P2i কোটিং। যার ফলে এই ফোনগুলি এখন splash-proof মডেল।

Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট- এই দুই স্মার্টফোন
দেখে নিন রেডমির নতুন দুই ফোনের বিভিন্ন ফিচার।

Follow Us

একসঙ্গে দুটো স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে রেডমি। লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট। কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ৯ অ্যাক্টিভ (Activ)। রেডমি ৯- এর তুলনায় বেশি র‍্যাম, স্টোরেজ এবং নতুন রঙে লঞ্চ হয়েছিল এই রেডমি ৯ অ্যাক্টিভ (Activ) ফোন। এবার লঞ্চ হল এই দু’টি নতুন স্মার্টফোন। জানা গিয়েছে, নতুন দুই ফোন আসলে রেডমি ৯আই এবং রেডমি ৯এ- এর মতোই। শুধু নতুন মডেলে যুক্ত হয়েছে P2i কোটিং। যার ফলে এই ফোনগুলি এখন splash-proof মডেল। রেডমি ৯ অ্যাক্টিভ (Activ)- এর রঙেই ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট।

ভারতে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট ফোনের দাম

  • রেডমি ৯আই স্পোর্ট ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৮৭৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯২৯৯ টাকা। কার্বন ব্ল্যাক, মেটালিক ব্লু এবং কোরাল গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট ফোন।
  • রেডমি ৯এ স্পোর্ট ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৯৯৯ টাকা। আর ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। এই ফোনও রেডমি ৯আই স্পোর্টের মতো কার্বন ব্ল্যাক, মেটালিক ব্লু এবং কোরাল গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে।

রেডমি ৯আই স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।
  • এই ফোনে রয়েছে MediaTek Helio G২৫ প্রসেসর।
  • এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে VoWiFi, ৪জি, VoLTE, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস এবং চার্জের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট।
  • এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

রেডমি ৯এ স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। তার উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন।
  • একটি অক্টা-কোর MediaTek Helio G২৫ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৩ জিবি র‍্যাম।
  • অ্যানড্রয়েড ১০ বেসড MIUI 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক এবং চার্জের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট।
  • এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রেডমি ৯এ স্পোর্ট ফোনে ইউজারদের সুরক্ষার খাতিরে রয়েছে AI ফেস আনলক ফিচার।
  • এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Samsung Galaxy M52 5G: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Next Article