Samsung Galaxy M52 5G: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 29, 2021 | 7:05 AM

এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। তার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের ওয়াড অ্যাঙ্গেল শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।

Samsung Galaxy M52 5G: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?
এই ফোনের দাম কত?

Follow Us

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। দক্ষিণ কোরিয়ার সংস্থার এই মিড-রেঞ্জ স্মার্টফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ১২০Hz রিফ্রেশ রেটের সুপার AMOLED প্লাস ডিসপ্লে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে বিশেষ দামে পাওয়া যাবে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর। এই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। অত্যন্ত স্লিম এই ফোনে ৭.৪ মিলিমিটার পুরু। এই ফোনে রয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট। গ্যালাক্সি এম৫১ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে গ্যালাক্সি এম৫২ ৫জি ফোন।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের দাম কত?

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। নির্দিষ্ট সময়ের জন্য এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৮,৯৯৯ টাকায় বিক্রি হবে। মূলত অ্যামাজনের দিওয়ালি সেলে এই স্পেশ্যাল ছাড় পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। Blazing Black এবং Icy Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ফোন। আগামী ৩ অক্টোবর থেকে অ্যামাজন এবং Samsung.com ও বেশ কিছু নির্দিষ্ট রিটেল স্টোর থেকে এই স্মার্টফোন কেনা যাবে। উল্লেখ্য, ৩ অক্টোবর থেকেই অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল শুরু হচ্ছে।

অ্যামাজনের সেলে প্রাইম মেম্বাররা আগে থেকে সুযোগ পাবেন এই ফোন কেনার। অর্থাৎ ৩ অক্টোবরের পরিবর্তে ২ অক্টোবর থেকেই সুযোগ পাবেন অ্যামাজনের প্রাইম মেম্বাররা। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে অ্যামাজনের মারফৎ ফোন কিনলে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন। শপিং কুপনের মাধ্যমে এক হাজার টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও ছয় মাসের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং নয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের অপশনও থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং One UI 3.1- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ৬,৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz।
  • স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনে রয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। তার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের ওয়াড অ্যাঙ্গেল শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজ ১২৮ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, এনএফসি এবং টাইপ-সি ইউএসবি পোর্ট। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ২৫W- এর ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ৪৮ ঘণ্টা পর্যন্ত টক টাইম আর ২০ ঘন্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক টাইম দেবে এই ব্যাটারি, এমনটাই দাবি সংস্থার। ফোনের ওজন ১৭৩ গ্রাম।

আরও পড়ুন- Oppo Reno 6 Pro 5G Diwali Edition: ভারতে লঞ্চ হয়েছে এই নতুন স্মার্টফোন, দাম কত?

Next Article