২৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন। স্যামসাং গ্যালাক্সি ‘এফ’ সিরিজের এই স্মার্টফোনের সম্ভাব্য দাম আনুষ্ঠানিক ভাবে ফোন লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়া সংস্থা স্যামসাংয়ের এই ফোন দু’টি স্টোরেজ কনফিগারেশনে দেশে লঞ্চ হবে। একটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং একটি ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।
91Mobiles- এর রিপোর্ট অনুসারে এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২২,৯৯৯ টাকা। অনলাইনে এই ফোনের দাম আরও কম হতে পারে বলে আভাস দিয়েছে 91Mobiles সংস্থা। স্যামসাং কর্তৃপক্ষ তাঁদের আসন্ন নতুন ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছেন। সেখানে বলা হয়েছে কালো এবং নীল রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com- এর পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ২৯ সেপ্টেম্বর, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে এই ফোন। জানা গিয়েছে, ফোনের ডেলিভারি শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে।
আরও পড়ুন- Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট- এই দুই স্মার্টফোন