Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট- এই দুই স্মার্টফোন

জানা গিয়েছে, নতুন দুই ফোন আসলে রেডমি ৯আই এবং রেডমি ৯এ- এর মতোই। শুধু নতুন মডেলে যুক্ত হয়েছে P2i কোটিং। যার ফলে এই ফোনগুলি এখন splash-proof মডেল।

Redmi Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট- এই দুই স্মার্টফোন
দেখে নিন রেডমির নতুন দুই ফোনের বিভিন্ন ফিচার।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 7:52 AM

একসঙ্গে দুটো স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে রেডমি। লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট। কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ৯ অ্যাক্টিভ (Activ)। রেডমি ৯- এর তুলনায় বেশি র‍্যাম, স্টোরেজ এবং নতুন রঙে লঞ্চ হয়েছিল এই রেডমি ৯ অ্যাক্টিভ (Activ) ফোন। এবার লঞ্চ হল এই দু’টি নতুন স্মার্টফোন। জানা গিয়েছে, নতুন দুই ফোন আসলে রেডমি ৯আই এবং রেডমি ৯এ- এর মতোই। শুধু নতুন মডেলে যুক্ত হয়েছে P2i কোটিং। যার ফলে এই ফোনগুলি এখন splash-proof মডেল। রেডমি ৯ অ্যাক্টিভ (Activ)- এর রঙেই ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট।

ভারতে রেডমি ৯আই স্পোর্ট এবং রেডমি ৯এ স্পোর্ট ফোনের দাম

  • রেডমি ৯আই স্পোর্ট ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৮৭৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯২৯৯ টাকা। কার্বন ব্ল্যাক, মেটালিক ব্লু এবং কোরাল গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি ৯আই স্পোর্ট ফোন।
  • রেডমি ৯এ স্পোর্ট ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৯৯৯ টাকা। আর ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। এই ফোনও রেডমি ৯আই স্পোর্টের মতো কার্বন ব্ল্যাক, মেটালিক ব্লু এবং কোরাল গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে।

রেডমি ৯আই স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।
  • এই ফোনে রয়েছে MediaTek Helio G২৫ প্রসেসর।
  • এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে VoWiFi, ৪জি, VoLTE, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস এবং চার্জের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট।
  • এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

রেডমি ৯এ স্পোর্ট ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। তার উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন।
  • একটি অক্টা-কোর MediaTek Helio G২৫ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৩ জিবি র‍্যাম।
  • অ্যানড্রয়েড ১০ বেসড MIUI 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক এবং চার্জের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট।
  • এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রেডমি ৯এ স্পোর্ট ফোনে ইউজারদের সুরক্ষার খাতিরে রয়েছে AI ফেস আনলক ফিচার।
  • এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ১০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Samsung Galaxy M52 5G: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?