নতুন বছরের প্রথমেই ভারতে Redmi Note 13 5G, থাকতে পারে এই সব ফিচার্স

X প্ল্যাটফর্মে একটি পোস্ট করে Redmi Note 13 5G লঞ্চের ঘোষণা করে শাওমি। ফ্ল্যাগশিপ ফোনের কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কেও ইতিমধ্যে একাধিক তথ্য জানা গিয়েছে। জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 7s Gen2 5G প্রসেসরের সাহায্যে। ডাবল সাইডেড গ্লাস বডি দেওয়া হচ্ছে এতে।

নতুন বছরের প্রথমেই ভারতে Redmi Note 13 5G, থাকতে পারে এই সব ফিচার্স
দুটি ফোন নিয়ে ভারতে আসছে Redmi Note 13 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 5:26 PM

Redmi Note 13 5G ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। Xiaomi-র তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, 4 জানুয়ারি এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি ভারতে নিয়ে আসা হবে। লাইন-আপে মোট দুটি ফোন থাকছে- Redmi Note 13, Redmi Note 13 Pro। সিরিজ়ে Redmi Note 13 Pro+ নামক আরও একটি ফোন রয়েছে, যা চিনে লঞ্চ করা হয়েছিল। আপাতত সেই ফোনটি ভারতে আসার সম্ভাবনা খুবই কম।

X প্ল্যাটফর্মে একটি পোস্ট করে Redmi Note 13 5G লঞ্চের ঘোষণা করে শাওমি। ফ্ল্যাগশিপ ফোনের কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কেও ইতিমধ্যে একাধিক তথ্য জানা গিয়েছে। জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 7s Gen2 5G প্রসেসরের সাহায্যে। ডাবল সাইডেড গ্লাস বডি দেওয়া হচ্ছে এতে।

এর আগের একাধিক লিক অনুযায়ী, Redmi Note 13 5G ফোনে একটি 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রেজ়োলিউশন 2400 x 1080 পিক্সেল। এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট দিতে পারে। এই সিরিজ়ের প্রতিটি ফোনেই স্ন্যাপড্রাগন 7s Gen2 5G প্রসেসর দেওয়া হচ্ছে বলে শাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।

8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে দুটি ফোনই। এই পরিমাণ স্টোরেজ এবং দুর্ধর্ষ প্রসেসরটি থাকার ফলে এই ফোন দুটি থেকে মাল্টিটাস্কিং খুব সহজ হবে। ফোনের ক্যামেরা সেটআপও চমৎকার। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে 108MP ক্যামেকা। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর, যা ক্লোজ়-আপ শটস তুলতে পারবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।