Samsung Galaxy A14 লঞ্চ হল ভারতে, পাবেন 50MP ট্রিপল ক্যামেরা

Samsung Galaxy A14 Price: যারা 15 হাজার টাকার মধ্যে ফোন কেনার প্ল্যান করছেন, তারা কিনে নিতেই পারেন এই ফোনটি। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy A14-এ একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 লঞ্চ হল ভারতে, পাবেন 50MP ট্রিপল ক্যামেরা
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 8:45 AM

Samsung Galaxy A14 ফোনটি বিগত কয়েক দিন ধরেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। যারা ফোনটির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর রয়েছে। ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। কম দামের সেগমেন্টে এই ফোনটি পেয়ে যাবেন। অর্থাৎ যারা 15 হাজার টাকার মধ্যে ফোন কেনার প্ল্যান করছেন, তারা কিনে নিতেই পারেন এই ফোনটি। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy A14-এ একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এতে প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। Samsung Galaxy A14-এ রয়েছে একটি বড় 5000mAh ব্যাটারি। ফোনটি চারটি কালার ভ্যারিয়েন্টে বাজারে এসেছে।

Samsung Galaxy A14-এর দাম:

Galaxy A14-এর দাম 13,999 টাকা। এই দামে, 4 GB RAM-এর সঙ্গে 64 GB স্টোরেজ পেয়ে যাবেন। একই সময়ে, 4 GB RAM সহ 128 GB স্টোরেজের দাম রাখা হয়েছে 14,999 টাকা। Galaxy A14 Samsung এর স্টোর এবং অন্যান্য স্টোর থেকে 1,000 টাকার ক্যাশব্যাক সহ কিনতে পারবেন। Galaxy A14 কালো, হালকা সবুজ এবং সিলভার রঙে কেনা যাবে।

Samsung Galaxy A14-এর স্পেসিফিকেশন:

এই ফোনে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে 4 জিবি ভার্চুয়াল র‍্যামও পাওয়া যাচ্ছে। Galaxy A14 Exynos 850 প্রসেসর সহ ONE UI 5 এবং Android 13 ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে চার বছরের সিকিউরিটি আপডেট এবং দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে।

Galaxy A14-এ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার সেটআপ রয়েছে। দ্বিতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। সামনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Galaxy A14 ফোনে একটি 5000mAh ব্যাটারি প্যাক রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন একবার চার্জে আপনি অনেকক্ষণ নিজের ইচ্ছে মতো ফোন ঘাঁটতে পারবেন। Samsung Galaxy A14-এ কানেকশনের জন্য, ফোনটিতে Type-C পোর্ট, GPS, Glonass, Beidou, Galileo, QZSS, 3.5mm অডিয়ো জ্যাক, Wi-Fi, ব্লুটুথ 5.1-এর সাপোর্ট রয়েছে।