Nicolas Pooran: ওভারে ৩৬ রান! পুরানের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের একঝাঁক রেকর্ড

ICC MEN’S T20 WC 2024: পুরুষদের ক্রিকেট ইতিহাসে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ হয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড। এর জন্য আলাদা কৃতিত্ব প্রাপ্য নিকোলাস পুরানের। আর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নিকোলাস পুরানের ব্যাটে যেমন ব্যক্তিগত কিছু নজির তৈরি হল, তেমনই দলগত ভাবেও।

Nicolas Pooran: ওভারে ৩৬ রান! পুরানের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের একঝাঁক রেকর্ড
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 18, 2024 | 4:34 PM

বিশ্ব মঞ্চে কি ওয়েস্ট ইন্ডিজের সেই গৌরব ফিরবে? ক্যারিবিয়ানে এই প্রশ্ন প্রতিটা ক্রিকেট প্রেমীর। ওয়ান ডে ফরম্যাটে প্রথম দুটি বিশ্বকাপই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তলানিতে। এমন পরিস্থিতি যে, গত ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ! পুরুষদের ক্রিকেট ইতিহাসে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ হয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড। এর জন্য আলাদা কৃতিত্ব প্রাপ্য নিকোলাস পুরানের। আর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নিকোলাস পুরানের ব্যাটে যেমন ব্যক্তিগত কিছু নজির তৈরি হল, তেমনই দলগত ভাবেও।

তার কয়েকটি দেখে নেওয়া যাক-

  1. ২১৮-৫: আফগানিস্তানের বিরুদ্ধে এই স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ বারের বিশ্বকাপে এটিই সর্বাধিক স্কোর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার এই স্কোর হল।
  2. ৯২-১: আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে এই রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে-তে এটিই সর্বাধিক। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৯১-১ স্কোর করেছিল নেদারল্যান্ডস।
  3. ৩৬- ইনিংসের চতুর্থ ওভারে এই রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাইয়ের ওভারে। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথ ভাবে সর্বাধিক স্কোর। এর আগে উদ্বোধনী বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ তুলেছিলেন যুবরাজ সিং। এ ছাড়া ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আকিলা ধনঞ্জয়ের ওভারে ছয় ছক্কায় ৩৬ ছিল রান করেছিল কায়রন পোলার্ড। নেপালের দীপেন্দ্র সিং আইরি এ বছর ওভারে ছয় ছক্কা মেরেছিলেন কামরান খানের বোলিংয়ে। এ ছাড়া ভারত এ বছর আফগানিস্তানের বিরুদ্ধে ওভারে ৩৬ রান তুলেছিল। যদিও তাতে নো বল এবং পাঁচটা ছয় ছিল।
  4. ২৯৬.৩- পাওয়ার প্লে এবং ডেথ ওভারে এটি নিকোলাস পুরানের স্ট্রাইকরেট। সব মিলিয়ে ৫৩ বলে ৯৮ রান করেন পুরান। এর মধ্যে পাওয়ার প্লে ও স্লগ ওভারে ২৭ বলে ৮০ রান। মিডল ওভারে ২৬ বলে মাত্র ১৮ তুলেছেন এবং কোনও বাউন্ডারি মারতে পারেননি।
  5. ৩৭-বিশ্বের অন্যতম সেরা স্পিনার তথা আফগান অধিনায়ক রশিদ খানের ১৬টি ডেলিভারি সামলে এই রান করেছেন পুরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক। রশিদ খানের বিরুদ্ধে একজন ব্যাটারই এর আগে আরও বেশি রান করেছিলেন। ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল ১৬ বলে ৪২ করেছিলেন রশিদ খানের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৭ আইপিএলে রশিদের বিরুদ্ধে ১৪ বলে ৩৭ করেছিলেন মনন ভোরা।
  6. ৪-আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র চার ব্যাটার ৯০-এর ঘরে রান আউট হয়েছেন। সেই তালিকায় রয়েছেন নিকোলাস পুরানও। আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি মিস। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একবারই ৯০-র ঘরে রান আউটের নজির ছিল। ২০১০ সালে ভারতের বিরুদ্ধে ক্রিস গেইলও ৯৮ করে রান আউট হয়েছিলেন।
  7. ২০১২-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ২ হাজার রানের মাইলফলক পেরোলেন নিকোলাস পুরান। টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ছয় মারার রেকর্ডও দখলে নিলেন। ক্রিস গেইলের ১২৪ পেরিয়ে পুরানের ছয়ের সংখ্যা এখন ১২৮।

এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
সন্তানের জন্মের কয়েক দিনের মাথাতেই নতুন সম্পত্তি, সুখবর দীপিকা-রণবীরের
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
মেয়ের মৃত্যুতে চিঠি দিলেন মা, 'কর্পোরেট চাপ'-এর এই নমুনায় চমকে যাবেন
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিল বর্তমান সরকার!
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
'মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না', কড়া বার্তা পরমের
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
ক্রমশ পাকিস্তানের গোলাম হওয়ার পথে এগোচ্ছে 'স্বাধীন' বাংলাদেশ?
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
তৈমুর পুতুলের পর এবার ঐশ্বর্যা পুতুল! দেখেই আঁতকে উঠছেন ভক্তরা
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
Adrit Roy: সুখবর! 'মিঠাই'-এর পর আবার সিরিয়ালে ফিরছেন আদৃত?
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
অরিন্দম শীলকে নিয়ে এবার মুখ খুললেন লীনা, বললেন...
বিদ্রোহে-বিপ্লবে শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অকাল বোধন?
বিদ্রোহে-বিপ্লবে শক্তির উপাসনা, আন্দোলনেই এ বছর অকাল বোধন?