মাস খানেক আগেই ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A23 ফোনটি। একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই গ্যালাক্সি হ্যান্ডসেটে। রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ IPS LCD Infinity-V ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Qualcomm Snapdragon প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 6GB/8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফ্টওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Android 12 ভিত্তিক One UI 4.1 অপারেটিং সিস্টেম। একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে। গ্যালাক্সি এ২৩ ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছিল 19,499 টাকা দামে। সেই ফোনই আপনি এখন পেয়ে যাবেন মাত্র 1,290 টাকায়। ভাবা যায়? সদ্য লঞ্চ হওয়া একটা ফোন এত কম দামে আদৌ কি পাওয়া সম্ভব? সম্ভব সবই সম্ভব। Amazon নিয়ে এসেছে অভাবনীয় অফার।
Samsung Galaxy A23 দাম ও অফার
অ্যামাজনে যে গ্যালাক্সি এ২৩ ফোনে ছাড় পাওয়া যাচ্ছে, সেটি আসলে লাইট ব্লু কালারের মডেলে। 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের Samsung Galaxy A23 Light Blue মডেলটির দাম এমনিতে 23,990 টাকা। এই ফোনের উপরে সরাসরি 31 শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানিটি। তাতে ফোনটির দাম হয়ে যাচ্ছে 16,590 টাকা। তবে সবথেকে বড় অফার মিলছে এক্সচেঞ্জ করিয়ে নিলে। আর তাতে আপনি পেয়ে যাবেন 15,300 টাকা ছাড়। অর্থাৎ আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে নিজেকে যদি একটা নতুন গ্যালাক্সি এ২৩ লাইট ব্লু মডেলে আপগ্রে করিয়ে নিতে চান, তাহলেই বিরাট পরিমাণ ছাড় আপনি পেয়ে যাবেন। ফলে, ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 1,290 টাকা।
এছাড়াও এই ফোনটি আপনি EMI অফারে প্রতি মাসে মাত্র 781 টাকা খরচ করে ক্রয় করতে পারবেন। সেই সঙ্গেই আবার Citibank-এর ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা 10% বা 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
Samsung Galaxy A23 স্পেসিফিকেশনস ও ফিচার্স
1) এই স্যামসাং গ্যালাক্সি এ২৩ ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের রেজ়োলিউশন 1080×2408 পিক্সেলস।
2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Qualcomm Snapdragon প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 6GB ও 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
3) একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS-এর মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 5MP সেন্সর এবং একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
4) সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে Android 12 ভিত্তিক OneUI 4.1 অপারেটিং সিস্টেমের সাহায্যে।
5) শক্তিশালী একটি 5000mAh নন-রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এই Samsung Galaxy A23 ফোন।