Vivo Y75 ফোনটি ভারতে লঞ্চ করে গেল। শুক্রবার ভারতে হাজির হল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির Y-Series এর লেটেস্ট ফোন। এই নতুন Vivo ফোনটি খুবই পাতলা, রয়েছে দুটি কালার অপশন। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে একটি MediaTek Helio G96 প্রসেসর, যা পেয়ার করা রয়েছে 128GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজের সঙ্গে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে, 44MP অটোফোকাস সেলফি ক্যামেরা এবং 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অত্যন্ত শক্তিশালী একটি 4,050mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 44W FlashCharge সাপোর্ট করে। রয়েছে এক্সটেন্ডেড RAM ফিচার, যার মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে বেশ কিছুটা অংশ ইনবিল্ট স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে।
Vivo Y75 ভারতে দাম, অফার ও উপলব্ধতা
Vivo Y75 ফোনটি ভারতে একটিই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ করা হয়েছে। সেই একমাত্র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 20,999 টাকা। ডান্সিং ওয়েভস এবং মুনলাইট শ্যাডো – এই দুই কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই লেটেস্ট ভিভো ফোনটি। ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর এবং দেশের সমস্ত অফলাইন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে ভিভো ওয়াই৭৫ ফোনটি। ICICI, SBI, IDFC First Bank এবং OneCard ব্যবহারকারীরা এই ফোনে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
Vivo Y75 স্পেসিফিকেশনস, ফিচার্স
ভিভো ওয়াই৭৫ ফোনটিতে রয়েছে একটি 6.44 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1,080×2,400 পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে এই ভিভো স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Helio G96 4G প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এই RAM আবার বাড়িয়ে নেওয়া যেতে পারে অতিরিক্ত ইনবিল্ট স্টোরেজ থেকে 4GB নিয়ে।
অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও তার সঙ্গে রিয়ার ফ্ল্যাশ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 50MP ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Vivo Y75 ফোনটিতে দেওয়া হয়েছে একটি 44MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনের সামনে একটি অটোফোকাস সেন্সরও রয়েছে। ফোনটির ক্যামেরা মডিউলগুলির মধ্যে রয়েছে আলট্রা-ওয়াইড নাইট, সুপার ম্যাক্রো, পোট্রেইট মোড, লাইভ ফটো, বোকে মোড-সহ আরও একাধিক ফিচার্স।
Vivo Y75 স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী একটি 4,050mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে একটি বান্ডলড চার্জারের মাধ্যমে। ফোনটির ওজন মাত্র 172 গ্রাম।