Galaxy F04 লঞ্চ হয়ে গেল মাত্র 7,499 টাকায়, নতুন বছরের প্রথম Samsung ফোনে ফাটাফাটি ফিচার্স
Samsung Galaxy F04 ফোনের মোট দুটি কালার অপশন রয়েছে- জেড পার্পল এবং ওপাল গ্রিন। এমনিতে এই ফোনের দাম 9,499 টাকা। তবে লিমিটেড টাইম পিরিয়ডে ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে এই ফোনটিই আপনি পেয়ে যাবেন মাত্র 7,499 টাকায়।
Samsung Latest Smartphone: নতুন বছরে ভারতে Samsung-এর প্রথম ফোনটি লঞ্চ করে গেল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভারতে হাজির Samsung Galaxy F04। কেবল মাত্র Flipkart থেকেই এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 12 জানুয়ারি, ঠিক দুপুর 12টার সময় ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। ভারতে Samsung Galaxy F04 ফোনের দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে। তবে সেই দাম কাস্টমারদের জন্য রাখা হয়েছে ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে। Galaxy F04 ফোনের 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম 7,499 টাকা। এই বাজেট স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি ফিচার হল তার ভার্চুয়াল RAM সাপোর্ট।
Samsung Galaxy F04: দাম, কোথায় পাওয়া যাবে
Samsung Galaxy F04 ফোনের মোট দুটি কালার অপশন রয়েছে- জেড পার্পল এবং ওপাল গ্রিন। এমনিতে এই ফোনের দাম 9,499 টাকা। তবে লিমিটেড টাইম পিরিয়ডে ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে এই ফোনটিই আপনি পেয়ে যাবেন মাত্র 7,499 টাকায়। আগ্রহী ক্রেতারা সামনের সপ্তাহ থেকেই এই ফোন Flipkart-এ ক্রয় করতে পারবেন। তবে জলদি কিনে ফেলতে হবে। কারণ, বেশি দিন এই 2,000 টাকা ছাড়ের অফারটি আপনি পাবেন না।
Samsung Galaxy F04: ফিচার ও স্পেসিফিকেশন
16.55 সেন্টিমিটারের HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে। সেলফি ক্যামের জন্য ডিসপ্লের ঠিক উপরের ভাগে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজ়াইন। ফোনের চারপাশে পাতলা বেজ়েল দেওয়া হয়েছে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। কোম্পানির তরফ থেকে এই ফোনে 2 বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই Samsung Galaxy F04 ফোনটি চালিত হবে মিডিয়াটেক P35 প্রসেসরের সাহায্যে। এই চিপসেট আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এছাড়া ভার্চুয়াল RAM-এর সাহায্যে 8GB পর্যন্ত অতিরিক্ত RAM ব্যবহার করতে পারবেন।
সদ্য লঞ্চ হওয়া Samsung ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 13MP ক্যামেরাষ সেকেন্ডারি হিসেবে একটি 2MP সেন্সর থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য় এই হ্যান্ডসেটে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া রয়েছে। 5000mAh ব্যাটারি-র এই Galaxy F04 দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে। তবে, এই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে কি না, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।