দাম এক রেখেই Samsung Galaxy F34 5G এবার নয়া অবতারে হাজির, নতুন কী ফিচার?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 02, 2023 | 12:43 PM

Galaxy F34 5G ফোনে রয়েছে একটি 50MP নো-শেক ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, যা গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লেটি 1,000 নিটস ব্রাইটনেস দিতে পারে এবং তাতে ভিসন বুস্টার টেকনোলজি রয়েছে।

দাম এক রেখেই Samsung Galaxy F34 5G এবার নয়া অবতারে হাজির, নতুন কী ফিচার?
Samsung Galaxy F34 5G পেয়ে গেল নতুন কালার ভ্যারিয়েন্ট।

Follow Us

Samsung Galaxy F34 5G স্মার্টফোনের একটি নতুন অর্কিড ভায়োলেট কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল ভারতে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের Flipkart Big Billion Days সেলে এই ফোনটি বিক্রয় করা হবে। এই ফোনটি যখন প্রথম বার নিয়ে আসা হয়েছিল, তখন তার ইলেকট্রিক ব্ল্যাক ও মিস্টিক গ্রিন এই দুটিই কালার ভ্যারিয়েন্ট। এখন আরও একটি কালার মডেল পেয়ে গেল ফোনটি। তবে মডেলটির দাম যা ছিল, তাই রয়েছে। অর্থাৎ নতুন ভ্যারিয়েন্টের দামে কোনও রকম পরিবর্তন করা হয়নি।

Galaxy F34 5G ফোনে রয়েছে একটি 50MP নো-শেক ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, যা গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লেটি 1,000 নিটস ব্রাইটনেস দিতে পারে এবং তাতে ভিসন বুস্টার টেকনোলজি রয়েছে। এই প্রযুক্তি থাকার ফলে ফোনটি তার ব্যবহারকারীদের দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা দিতে পারবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি 5nm Exynos 1280 প্রসেসর।

এই সেগমেন্টের সেরার সেরা 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Samsung Galaxy F34 5G ফোনে, যা গেমিং, বিঞ্জ-ওয়াচিং সহ মাল্টিটাস্কিংয়ে চমৎকার অভিজ্ঞতা দিতে পারে। স্যামসাংয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, এক চার্জে দুই দিনের জন্য ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোনটি।

দুর্ধর্ষ ক্যামেরা সেটআপও রয়েছে ফোনটিতে। প্রাইমারি ক্যামেরার কথা তো আমরা আগেই বলেছি। Galaxy F34 ফোনের সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 8MP 120 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স এবং তাক লাগানো সেলফি তোলার জন্য একটি 13MP হাই-রেজ়োলিউশন ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় রয়েছে সিঙ্গেল-টেক ফিচার, যা ব্যবহারকারীদের সিঙ্গেল শটে চারটি ভিডিয়ো ও চারটি ছবি তুলতে দেবে। রয়েছে একটি নাইটোগ্রাফি ফিচারও, যা অসামান্য কিছু লো-লাইট শট তুলতে দেবে।

Samsung Galaxy F34 5Gতে একটি ভয়েস ফোকাস ফিচার দেওয়া হয়েছে, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ় অনেকটাই কমাতে পারে ভয়েস ও ভিডিয়ো কলের সময়। কোম্পানির তরফ থেকে এই ফোনের উপরে পরবর্তী চার বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছরের সিকিওরিটি আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনটি নজরকাড়া কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Galaxy F34 5G ফোনে – ইলেকট্রিক ব্ল্যাক, মিস্টিক গ্রিন এবং অর্কিড ভায়োলেট। 6+128 GB এবং 8+128 GB এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

Next Article