Samsung Galaxy M21: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২১ ফোনের ২০২১ এডিশন, দাম কত?

আর্কটিক ব্লু এবং চারকোল ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন। আগামী ২৬ জুলাই থেকে এই ফোনের সেল শুরু হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে।

Samsung Galaxy M21: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২১ ফোনের ২০২১ এডিশন, দাম কত?
দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 3:25 PM

স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন লঞ্চ হয়েছে ভারতে। গত বছর গ্যালাক্সি এম২১ লঞ্চ হয়েছিল দেশে। ওই মডেলেরই আপগ্রেডেড ভার্সান এই নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬০০০mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল ডিসপ্লে নচ ডিজাইন। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা। আর্কটিক ব্লু এবং চারকোল ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন। আগামী ২৬ জুলাই থেকে এই ফোনের সেল শুরু হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। উল্লেখ্য, নির্দিষ্ট দিনে দুপুর ১২টা থেকে ফোনের বিক্রি শুরু হবে। আগামী ২৬ এবং ২৭ জুলাই অ্যামাজনের প্রাইম ডে সেল। সেখানে এই ফোন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন।

স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনের ফোনের ফিচার

  • এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং One UI Core- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে।
  • octa-core Exynos 9611 প্রসেসর রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনে।
  • এছাড়াও এই ফোনে রয়েছে Mali-G72 MP3 GPU এবং ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।
  • স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
  • ৬০০০mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • ফোনের অনবোর্ড স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে ৪জি এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, টাইপ সি ইউএসবি এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

আরও পড়ুন- Poco F3 GT: দু’দিন পরেই ভারতে লঞ্চ হবে পোকোর নতুন স্মার্টফোন, কেনা যাবে ফ্লিপকার্ট থেকে