ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 09, 2021 | 8:29 AM

Samsung Galaxy M32 5G: চলতি বছর জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের ৪ জি ভার্সান। এবার ৫জি মডেল লঞ্চ হওয়ার পালা। দুই মডেলের ফিচার এবং ডিজাইনে সামঞ্জস্য থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার
ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ৫জি স্মার্টফোন।

Follow Us

ভারতে হয়তো আর কয়েকদিনের মধ্যেই লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি’। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের সাপোর্ট পেজ ইতিমধ্যেই লাইভ হয়ে গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হয়েছে যে ভারতে খুব তাড়াতাড়িই হয়তো স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন লঞ্চ হতে পারে। স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে তাদের গ্যালাক্সি এম৩২ ৫জি মডেল আসলে গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে ইউরোপে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোন।

অন্যদিকে জানা গিয়েছে, Geekbench benchmarking ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের বেশ কয়েকটি সম্ভাব্য ফিচার প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ৭২০ প্রসেসর। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস- এর সার্টিফিকেশনও পেয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন। আর এর থেকেই গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা বাড়ছে। শোনা যাচ্ছে, মডেল নম্বর SM-M326B/DS নিয়ে লাইভ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের সাপোর্ট পেজ। Gizmochina সাইটে এই লাইভ সাপোর্ট পেজ দেখা গিয়েছে। তবে সেখান থেকে ফোনের মডেল নম্বর ছাড়া আর কোনও তথ্য পাওয়া যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার-

  • এই ফোনে থাকতে পারে ৬ জিবি র‍্যাম। এছাড়াও অন্যান্য র‍্যাম ভ্যারিয়েন্টেও ভারতে লঞ্চ হতে পারে গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন।
  • অ্যানড্রয়েড ১১ সফটওয়্যারের সাহায্যে পরিচালিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ৫জি স্মার্টফোন।
  • স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি যেহেতু গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান, তাই দুই ফোনের ডিজাইন এবং ফিচারে বেশ কিছু মিল থাকতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ।
  •  এর আগে জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের ৪ জি ভার্সান। এবার ৫জি মডেল লঞ্চ হওয়ার পালা। দুই মডেলের ফিচার এবং ডিজাইনে সামঞ্জস্য থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- ১১ অগস্ট লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, দেখুন এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য কিছু ফিচার

Next Article