১১ অগস্ট লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, দেখুন এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য কিছু ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 09, 2021 | 7:04 AM

এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৮ জিবি LPDDR5 র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। 

১১ অগস্ট লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, দেখুন এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য কিছু ফিচার
এই ফোনের ব্যাটারি হতে পারে ৩৩০০mAh।

Follow Us

আর মাত্র দু’দিন। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট। আগামী ১১ অগস্টের এই ইভেন্টে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি দু’টি ফোল্ডেবল স্মার্টফোন, দুটো স্মার্টওয়াচ এবং একটি ইয়ারবাডস লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এই দুট ফোন, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক- এই দুটো স্মার্টওয়াচ এবং স্যামসাং গ্যালাক্সি বাডস ২- এই ইয়ারবাডস লঞ্চ হতে পারে ১১ অগস্টের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে।

একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনের সম্ভাব্য কিছু ফিচার-

প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনে থাকতে পারে একটি ডুয়াল টোন ফিনিশ। ফোবের পিছনের অংশে থাকতে পারে দু’টি ক্যামেরা। অথবা ফোন বন্ধ থাকলে সামনের অংশেও থাকতে পারে এই ক্যামেরা। শোনা যাচ্ছে, এই ফোন পাওয়া যেতে পারে ক্রিম, ল্যাভেন্ডার এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে।

  • স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ডায়নামিক AMOLED ফোল্ডেবল  মেন ডিসপ্লে। এর উপরে সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। বাইরের অংশে একটি ১.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
  • এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৮ জিবি LPDDR5 র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
  • স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোল্ডেবল স্মার্টফোনে বাইরের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ১২ মেগাপিক্সেলের মেন সেনসর (OIS- সহ), একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। আর ভিতরের অংশের ক্যামেরায় একটি ১০ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। সেই সঙ্গে এই ফোনের ব্যাটারি হতে পারে ৩৩০০mAh। এই ব্যাটারিতে আবার ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের ব্যবস্থাও থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ওজন হতে পারে ১৮৩ গ্রামের আশপাশে।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে থাকতে পারে ৫জি, এলটিই, ব্লুটুথ ভি৫, এনএফসি এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন- Samsung Galaxy Z Fold 3: স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন

Next Article