Samsung Galaxy Z Fold 3: স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন

এই ফোনের মেন ডিসপ্লে হতে পারে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। তার উপর স্ক্রিন প্রোটেক্টর হিসেবে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস।

Samsung Galaxy Z Fold 3: স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ফোনের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন
ছবি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 6:51 AM

আগামী ১১ অগস্ট স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের দু’টি ফোল্ডেবল ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩। লঞ্চের আগের এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। যেমন শোনা গিয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে থাকতে পারে ৬.২ ইঞ্চির আউট সাইড ডিসপ্লে এবং ২.৬ ইঞ্চির ইনসাইড ডিসপ্লে। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশে লম্বালম্বি সাজানো থাকতে পারে এই ক্যামেরা মডিউল। এছাড়াও এই ফোন ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্ট গ্রিন এবং ফ্যান্টম সিলভার- এই তিনটি রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনে থাকতে পারে একটি ডুয়াল টোন ফিনিশ। ফোবের পিছনের অংশে থাকতে পারে দু’টি ক্যামেরা। অথবা ফোন বন্ধ থাকলে সামনের অংশেও থাকতে পারে এই ক্যামেরা। শোনা যাচ্ছে, এই ফোন পাওয়া যেতে পারে ক্রিম, ল্যাভেন্ডার এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনের সম্ভাব্য কয়েকটি ফিচার-

১। অ্যানড্রয়েড ১১ এবং OneUI 3.1- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। এই ফোনের মেন ডিসপ্লে হতে পারে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। তার উপর স্ক্রিন প্রোটেক্টর হিসেবে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস।

২। স্যামসাংয়ের এই ফোল্ডেবল মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি LPDDR5 র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।

৩। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (optical image stabilisation- OIS), ১২ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ), ১২ মেগাপিক্সেলের জুম লেন্স এবং OIS- সহ সেনসর- মোট এই তিনটি সেনসর থাকতে পারে। এছাড়া ফোন ফ্লোল্ড অবস্থায় ১০ মেগাপিক্সেলের সেনসর এবং আনফোল্ড অবস্থা ৪ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে সেলফি ক্যামেরা হিসেবে।

৪। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। সেই সঙ্গে ৪৪০০mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের ব্যবস্থাও থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ওজন হবে ২৭১ গ্রামের আশপাশে।

৫। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে থাকতে পারে ৫জি, এলটিই, ব্লুটুথ ভি৫, ওয়াই-ফাই ৬, এনএফসি, জিপিএস এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট। এই ফোনে ৭.৬ ইঞ্চির Dynamic AMOLED মেন ডিসপ্লে থাকতে পারে।

আরও পড়ুন- Mi Mix 4: আসছে শাওমির সাব-ব্র্যান্ড এমআই- এর নতুন ফোন, জেনে নিন সম্ভাব্য ফিচার