আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ প্রায় সমস্ত জিনিসের কিছু না কিছু অফার পাওয়া যাচ্ছে। আর সেই সবের তালিকায় রয়েছে প্রিমিয়াম স্মার্টফোনও। কিছু প্রিমিয়াম স্মার্টফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। এতে অনেক দামে আপনি আপনার পছন্দ মতো একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনে নিতে পারবেন। সেই মতোই Samsung Galaxy S22 Ultra 5G-তে একটি অসাধারণ অফার দেওয়া হচ্ছে, যার পরে এই ফোনটি প্রায় 57,000 টাকা কম দামে কেনা যাবে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কত টাকায় Galaxy S22 Ultra 5G কিনে ফেলতে পারবেন। আর এতে কী কী অফার পাবেন।
Samsung Galaxy S22 Ultra 5G-এর দাম এবং অফার:
এই ফোনের 12 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,31,999 টাকা। এই ফোনে 36 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আকর তারপরে ফোনটি 84,999 টাকায় কিনতে পারবেন। আপনি যদি একবারে এত দাম দিতে না চান, তার জন্যও উপায় আছে। কারণ এই ফোনে আপনি ইএমআই-এর সুবিধাও পাবেন। আপনি প্রতি মাসে ইএমআই দিয়ে এটি কিনতে পারবেন। আপনি প্রতি মাসে 4,121 টাকা দিয়ে এটি বাড়িতে আনতে পারেন।
এছাড়াও, আপনার যদি SBI কার্ড থাকে, তবে 10,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে। এই ছাড়ের পরে, ফোনটির দাম হবে 74,999 টাকা। এক্সচেঞ্জ অফারে আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে 50,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে তার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে।
এই ফোনটি কেন কিনবেন?
Samsung Galaxy S22 Ultra-এ একটি 108MP কোয়াড ক্যামেরা রয়েছে। অর্থাৎ এই ফোনে 4টি ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্স 108MP, দ্বিতীয় লেন্সটি 12MP, তৃতীয় লেন্সটি 10MP আর চতুর্থ লেন্সটি 10MP। এতে একটি 40 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটিতে একটি 6.8 ইঞ্চি QHD+ ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে। Samsung Galaxy S22 Ultra-এ আছে Snapdragon 8 Gen 1 প্রসেসর, 12GB RAM এবং 512GB স্টোরেজ। এই ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।