Samsung আজ লঞ্চ করছে একজোড়া স্মার্টফোন, আগেই ফাঁস হল দাম

Samsung Galaxy Z Fold 5 Price: স্যামসাং প্রথম নিজ শহরে প্রথমবারের মতো গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট করছে। এর আগে কোম্পানিটি শুধুমাত্র অন্যান্য দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি চলতি বছরের কোম্পানির দ্বিতীয় বড় ইভেন্ট।

Samsung আজ লঞ্চ করছে একজোড়া স্মার্টফোন, আগেই ফাঁস হল দাম
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 4:40 PM

অপেক্ষার অবসান ঘটিয়ে কোরিয়ান কোম্পানি Samsung আজ অর্থাৎ 26 জুলাই সন্ধ্যায় সিউল থেকে বিশ্বব্যাপী 2টি স্মার্টফোন এবং অন্যান্য অনেক গ্যাজেট লঞ্চ করতে চলেছে। স্মার্টফোন লঞ্চের আগে, এক টিপস্টার Samsung Galaxy Z Fold 5 এবং Flip 5 স্মার্টফোনের দাম শেয়ার করেছেন। টিপস্টারের দেওয়া তথ্য অনুসারে, কোম্পানি 1,49,999 টাকায় Galaxy Z Fold 5 লঞ্চ করতে পারে। আর ফ্লিপ ফোনের দাম হতে পারে 99,999 টাকা। টিপস্টার Paras Guglani-এর মতে, কোম্পানি ফোল্ডেবল ফোনে 6,500 টাকা এবং ফ্লিপ ফোনে 5,000 টাকা ছাড় দেবে। তবে কোম্পানির তরফে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আপনি কোম্পানির ইউটিউব চ্যানেলের (Samsung) মাধ্যমে ঘরে বসে Samsung এর লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

এটাই কোম্পানার প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট নয়। এর আগে বিভিন্ন দেশে করেছে। তবে স্যামসাং প্রথম নিজ শহরে প্রথমবারের মতো গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট করছে। এর আগে কোম্পানিটি শুধুমাত্র অন্যান্য দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি চলতি বছরের কোম্পানির দ্বিতীয় বড় ইভেন্ট। কোম্পানির প্রথম ইভেন্টটি হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল। সেই ইভেন্টে Samsung Galaxy S23 সিরিজ লঞ্চ করা হয়েছিল।

ফোন দু’টির ফিচার ও স্পোসিফিকেশন:

Samsung Galaxy Z Flip 5 ফোনটিতে একটি 3.4-ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে। Galaxy Flip 5-এ 12MP + 12MP-এর দু’টি ক্যামেরা দেওয়া হয়েছে। আর সামনে 10MP ক্যামেরা থাকতে পারে। Galaxy Z Flip 5-এ Snapdragon 8 Gen 2 SoC, 25 W দ্রুত চার্জিং সহ 3700 mAh ব্যাটারি, 12 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন।

আর ফোল্ডেবল ফোনটিতে একটি 7.6-ইঞ্চি AMOLED FHD+ প্রাইমারি ডিসপ্লে এবং 6.2-ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, এতে 50MP + 12MP + 10MP তিনটি ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনের দিকে একটি 108MP ক্যামেরা এবং ভিতরের ডিসপ্লেতে একটি 12MP ক্যামেরা থাকতে পারে।