আগামী সপ্তাহেই লঞ্চ হচ্ছে Samsung Galaxy A54 আর Galaxy A34 স্মার্টফোন, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 11, 2023 | 8:45 AM

Galaxy A54 And Galaxy A34 Launch Date: Samsung জানিয়েছে, তারা ভারতে Galaxy-A সিরিজের নতুন মিড-রেঞ্জ 5G ফোন লঞ্চ করতে প্রস্তুত। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে। Galaxy-A সিরিজে দু'টি ফোনকে রাখা হয়েছে, Galaxy A54 এবং Galaxy A34।

আগামী সপ্তাহেই লঞ্চ হচ্ছে Samsung Galaxy A54 আর Galaxy A34 স্মার্টফোন, দাম কত?

Follow Us

Galaxy A54 And Galaxy A34 Price: ভারতীয় বাজারে Samsung-এর স্মার্টফোনের বিরাট জনপ্রিয়তা রয়েছে। তারা সম্প্রতি Galaxy-A সিরিজ নিয়ে কাজ শুরু করেছিল। তবে বাজারে Galaxy-A সিরিজের ফোনগুলি কবে আসবে সেই নিয়ে কিছুই জানায়নি কোম্পানিটি। এবার সেই অপেক্ষারই অবসান হল। Samsung জানিয়েছে, তারা ভারতে Galaxy-A সিরিজের নতুন মিড-রেঞ্জ 5G ফোন লঞ্চ করতে প্রস্তুত। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে। Galaxy-A সিরিজে দু’টি ফোনকে রাখা হয়েছে, Galaxy A54 এবং Galaxy A34। টিপস্টারদের দাবি যে, Samsung খুব শীঘ্রই দেশে Galaxy A54 এবং Galaxy A34 ঘোষণা করবে। Samsung আনুষ্ঠানিকভাবে 16 মার্চ ভারতে Galaxy A34 5G এবং Galaxy A54 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। নতুন Samsung Galaxy-A সিরিজের ফোনগুলির IP67 রেটিং থাকবে, যার মানে ফোনগুলি ওয়াটার-প্রুফ হতে চলেছে। স্যামসাং আরও দাবি করছে যে, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের আবরণ দেওয়া হয়েছে। যা জল এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে কি না, এই তথ্যটি এখনই প্রকাশ করা হয়নি।

Galaxy A54 এবং Galaxy A34-এর দাম:

Galaxy A34 5G এর 128GB ভেরিয়েন্টের জন্য EUR 419 (ভারতীয় মুদ্রায় যা প্রায় 36,600 টাকা) খরচ হবে, একই স্টোরেজ বিকল্পের জন্য Galaxy A54 5G-এর দাম পড়বে EUR 519 (ভারতীয় মুদ্রায় যা প্রায় 45,400 টাকা)। যদিও স্মার্টফোনটিটি কম দামে ভারতের বাজারে ছাড়া হতে পারে বলে টিপস্টারদের দাবি।

Galaxy A54 এবং Galaxy A34-এর স্পেসিফিকেশন:

স্মার্টফোনটিতে OIS সাপোর্ট সহ পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। Galaxy A54-এ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এতে f/2.2 অ্যাপারচার সহ একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 5-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। ফোনের সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। স্মার্টফোনটি বেগুনি, হলুদ, সবুজ রঙের বিকল্পে বাজারে আনআ হবে। গ্যালাক্সি A54-এ সম্ভবত অ্যান্ড্রয়েড 13 OS থাকবে।

Galaxy A54 এবং Galaxy A34-এর ফিচার:
যদি রিপোর্টটি বিশ্বাস করা হয়, তাহলে Galaxy A54-এ একটি 6.4-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকবে এবং কোম্পানির ইন-হাউস 5nm Exynos 1380 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটিতে 5,000 mAh-এর একটি বড় ব্যাটারি দেওয়া হবে। স্মার্টফোনে 25W এর ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া যেতে পারে।

Next Article