Vivo T1 Pro 5G Vivo T1 44W: বুধবার একই সঙ্গে দুটো দুর্ধর্ষ ফোন লঞ্চ করছে ভিভো, বিশেষত্ব কী, এখনই জেনে নিন
ভারতে লঞ্চ করতে চলেছে ভিভো টি১ প্রো এবং ভিভো টি১ ৪৪ডব্লু ফোন দুটি। কী কী বিশেষ স্পেসিফিকেশনস থাকতে পারে এই ফোন দুটিতে, এখনই জেনে নিন।
৪ মে, বুধবার ভারতে লঞ্চ করতে চলেছে ভিভো টি১ প্রো এবং ভিভো টি১ ৪৪ডব্লু ফোন (Smartphone) দুটি। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোন দুটি তালিকাভুক্ত করা হয়েছে। এদিন ঠিক দুপুর ১২টা থেকে ভিভো-র (Vivo) সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে লাইভ ইভেন্টের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে এই দুই ভিভো স্মার্টফোন। কী কী বিশেষ স্পেসিফিকেশনস থাকতে পারে এই ফোন দুটিতে, একই দিনে লঞ্চ হতে চলা দুই ফোনের মূল ফারাকই বা কোথায় হতে পারে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
ভিভো টি১ প্রো ৫জি সম্ভাব্য স্পেসিফিকেশন
পারফরম্যান্সের জন্য ভিভো টি১ প্রো ৫জি ফোনটিতে দেওয়া হচ্ছে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। রয়েছে এক্সটেন্ডেড র্যাম ফিচার – অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ থেকে এই ফিচারের সাহায্যে কাজে লাগানো যাবে অতিরিক্ত ৪জিবি র্যাম। ফোনটিতে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ় এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্ৎজ়।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই হ্যান্ডসেটে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট। অত্যন্ত শক্তিশালী একটি ৪,৭০০এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা ৬৬ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, এই ভিভো টি১ প্রো ৫জি ফোনটি আইকিউও জেড ৬-এর রিব্র্যান্ডেড ভার্সন। ২৫,০০০ টাকা দামের মধ্যেই ফোনটি ভারতে লঞ্চ হতে পারে।
ভিভো টি১ ৪৪ডব্লু সম্ভাব্য স্পেসিফিকেশন
ভিভোর এই ফোনটিতে রয়েছে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ৬.৪৪ ইঞ্চির একটি এফএইচডি প্লাস অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ় এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্ৎজ়। সফ্টওয়্যার হিসেবে এই ফোনে দেওয়া হতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২।
শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে এই ফোনে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। থাকতে পারে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হতে পারে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।