Flipkart-এ স্মার্টফোনের অফার চলতেই থাকে। প্রতিদিন প্রায় বিভিন্ন রেঞ্জের ফোনে আকর্ষণীয় অফার দিতে থাকে ই-কমার্স প্ল্যাটফর্মটি। এবার Vivo-র একটি হ্যান্ডসেটে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। সেই ফোনের নাম Vivo V21 5G। এমনিতে এই ফোনের দাম 23,990 টাকা। যদিও এই দামে ফোনটি ডিসপ্লে করা হয়েছে মোটা অঙ্কের ফ্ল্যাট ডিসকাউন্টের পর। তাছড়াও আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার থেকে শুরু করে আরও একাধিক অফার। যার ফলে Vivo V21 5G ক্রয় করতে আপনার আরও কম টাকা খরচ হবে। এখন কত কমে এই ফোন আপনি কিনতে পারবেন, কী-কী অফার থাকছে এবং কী ফিচার্সই বা রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Vivo V21 5G: দাম ও অফার
এমনিতে এই Vivo V21 5G যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার বেস মডেলের দাম ছিল 32,990 টাকা। কিন্তু Flipkart এই ফোনের উপরে আপনাকে 27% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন 23,990 টাকায়। অফারের এখানেই শেষ নয়। একাধিক ব্যাঙ্কের অফারও রয়েছে। এরপরেও আপনি পেয়ে যাবেন সবথেকে বড় অঙ্কের ছাড়টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এক্সচেঞ্জ অফারে Vivo V21 5G-র উপরে ফ্লিপকার্ট আপনাকে 20,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, এই ভিভো 5G সাপোর্টেড ফোনটি ক্রয় করতে আপনাকে মাত্র 3,999 টাকা খরচ করতে হবে।
Vivo V21 5G: কেন কিনবেন
Vivo V21 5G ফোনে রয়েছে 6.44 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রেজ়োলিউশন 1080X2404 পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসরের সাহায্যে। 8GB RAM পেয়ার করা রয়েছে এই চিপসেটের সঙ্গে। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 4000mAh ব্যাটারি, যা Android 11 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এছাড়াও এই ফোন ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য অত্যন্ত জনপ্রিয়।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Vivo V21 5G ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 64MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে দেওয়া হয়েছে 8MP এবং 2MP ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা মডিউল অটোফোকাস সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 44MP সেন্সর।