Xiaomi 12 Series: ১৫ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে শাওমি ১২ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 09, 2022 | 9:56 AM

Xiaomi 12 Series: চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে শাওমি ১২ স্মার্টফোন (Xiaomi 12 Series Smartphone) সিরিজ। এবার ভারতে আসছে এই ফ্ল্যাগশিপ সিরিজের (Flagship Series) ফোন।

Xiaomi 12 Series: ১৫ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে শাওমি ১২ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?
শাওমি ১২ সিরিজে তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Follow Us

শাওমি ১২ সিরিজ (Xiaomi 12 series) আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে চলেছে আগামী ১৫ মার্চ। আন্তর্জাতিক বাজারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছেন শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। টুইটারের মাধ্যমে শাওমির তরফে জানানো হয়েছে যে ১৫ মার্চ শাওমি ১২ ফ্ল্যাগশিপ সিরিজ (flagship phones) লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, এই লঞ্চ ইভেন্টে শাওমি ১২ সিরিজে মোট তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- শাওমি ১২, শাওমি ১২এক্স এবং শাওমি ১২ প্রো। এই তিনটি ফোনের সঙ্গে শাওমি ২ আলট্রা মডেল লঞ্চ হবে কিনা তা জানা যায়নি। ভারতে শাওমি ১২ সিরিজ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি।

জানা গিয়েছে, শাওমি ২ সিরিজের গ্লোবাল লঞ্চের ইভেন্ট সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেল, টুইটার এবং ফেসবুকে দেখানো হবে। শাওমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটেও দেখানো হবে এই লঞ্চ ইভেন্ট। লঞ্চের আগেই এই ফোনগুলির দাম ইউরোপে কত হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে। শাওমি ১২এক্সের দাম হতে পারে EUR ৬০০-৭০০, ভারতীয় মুদ্রায় ৫০,৩৭০ টাকা থেকে ৫৮,৭৭০ টাকার মধ্যে। অন্যদিকে রেগুলার শাওমি ১২ মডেলের দাম হতে পারে EUR ৮৯৯ এবং শাওমি ২ প্রো ফোনের দাম হতে পারে EUR ১০৯৯। শোনা গিয়েছে, বেস মডেলে অর্থাৎ শাওমি ১২ ফোনে ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন থাকতে পারে।

চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে শাওমি ১২ সিরিজ। সেখানে এই সিরিজের স্মার্টফোনের দাম শুরু হচ্ছে CNY ৩৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৪০০ টাকা থেকে। শাওমি ১২ প্রো ফোনের দাম CNY ৪৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫,১০০ টাকা। অনুমান, শাওমি সংস্থা এইসব ফোন ভারতে লঞ্চ করলেও দাম প্রায় একই থাকবে।

শাওমি ১২ এবং শাওমি ১২ প্রো ফোনের স্পেসিফিকেশন

চিনে শাওমি ১২ এবং শাওমি ১২ প্রো, দুটো ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। শাওমি ১২ ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 সেনসর রয়েছে। তার মধ্যে আবার রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

শাওমি ১২ প্রো ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি। এখানে ১২০ ওয়াটের ফাস্ট ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সোনি IMX707 ক্যামেরা সেনসর। এখানে আবার রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। আরও একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

আরও পড়ুন- iPhone SE (2022): ৫জি কানেক্টিভিটি, এ১৫ বায়োনিক চিপ নিয়ে অবশেষে লঞ্চ হল আইফোন এসই (২০২২), ভারতে দাম কত?

Next Article
iPhone SE (2022): ৫জি কানেক্টিভিটি, এ১৫ বায়োনিক চিপ নিয়ে অবশেষে লঞ্চ হল আইফোন এসই (২০২২), ভারতে দাম কত?
Redmi Note 11 Pro Series: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি এবং রেডমি ওয়াচ ২ লাইট… দেখে নিন এই দুই স্মার্টফোন এবং স্মার্টওয়াচটির দাম