AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের এক মাসের জন্য বিনামূল্যে নেটফ্লিক্স! দেখতে পাবেন বাছাই-করা কিছু ওয়েব সিরিজ-সিনেমা

কোনও এক অজ্ঞাত কারণে এক মাসের ফ্রি ট্রায়াল ভারতে বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। কিন্তু সেই সুযোগ ফের নিয়ে এল তারা। কার্ড ডিটেল লাগবে না।

ফের এক মাসের জন্য বিনামূল্যে নেটফ্লিক্স! দেখতে পাবেন বাছাই-করা কিছু ওয়েব সিরিজ-সিনেমা
দারুণ অফার নিয়ে এল নেটফ্লিক্স
| Edited By: | Updated on: Mar 30, 2021 | 8:01 PM
Share

ভারতীয় দর্শকের জন্য সুখবর। নেটফ্লিক্স নিয়ে এসেছে দারুণ অফার। সম্পূর্ণ বিনামূল্যে এবার পাওয়া যাবে নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন। তবে এই অফার অনন্ত কালের জন্য নয়। মাত্র ত্রিশ দিনের জন্য ভারতীয় ইউজারদের এই সুযোগ দিচ্ছে নেটফ্লিক্স।

কোনও এক অজ্ঞাত কারণে এক মাসের ফ্রি ট্রায়াল ভারতে বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। কিন্তু সেই সুযোগ ফের নিয়ে এল তারা। কার্ড ডিটেল লাগবে না। শুধুমাত্র নাম, ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করলেই নেটফ্লিক্স খুলে দেবে তার রকমারি বিনোদনের রঙিন দরজা। তবে ফ্রি সাবস্ক্রিপশন মিললেও নিজের ইচ্ছেমত ওয়েব সিরিজ-সিনেমা দেখা যাবে না। দেখাতে রাশ টেনেছে নেটফ্লিক্স। এই ৩০ দিনের ফ্রি ট্রায়ালে কিছু বাছাই-করা ওয়েব সিরিজ-সিনেমা আপনি দেখতে পাবেন। কোন কোন ওয়েব সিরিজ-সিনেমা? সেই তালিকা পেশ করেছে নেটফ্লিক্স। ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘এলিট’, ‘বস বেবি’, ‘হোয়েন দে সি আস’, ‘লাভ ইজ ব্লাইন্ড’, ‘আওয়ার প্ল্যানেট’, ‘গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি’-র মত জনপ্রিয় শোগুলো দেখতে পাবেন আপনি।

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

কীভাবে নেটফ্লিক্সের এই ফ্রি ট্রায়াল পাবেন আপনি? তাও জানিয়েছে এই আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মটি। নীচের পদক্ষেপগুয়ো অনুসরণ করলেই আপনি বিনামুল্যে পেয়ে যাবেন ফ্রি সাবস্ক্রিপশন।

১) নেটফ্লিক্সের ওয়েবসাইট-এ যান অথবা নেটফ্লিক্স অ্যাপ ডাউনলোড করুন।

২) শুরু করার জন্য আপনার ই-মেল আইডি দিন।

৩) পরের পাতায় নেটফ্লিক্সের প্ল্যান খুলে যাবে। ‘ট্রাই ৩০ ডে’স ফ্রি’ ব্যানারে ক্লিক করুন।

৪) একটা নতুন পাতা আপনার সামনে খুলে যাবে। আপনি নিজের ইচ্ছেমত একটা পাসওর্য়াড দিন।

৫) তারপর নিজের ইচ্ছমত প্ল্যান নির্বাচন করুন।

৬) ফ্রি হলেও পেমেন্ট ডিটেলস দিতে হবে। যদি ভবিষ্যতে গ্রাহক হতে চান, তাই এই ব্যবস্থা।

৭) পেমেন্ট ডিটেলস নির্বাচন করলেই আপনি পেয়ে যাবেন বিনামূল্যে সাবস্ক্রিপশন।

এরপর ৩০ দিন ধরে মনের সুখে দেখতে থাকুন নির্বাচিত ওয়েব সিরিজ-সিনেমা।

আরও পড়ুন :এম আই-১১ সিরিজের নতুন তিন-তিনটি ফোন ফোন লঞ্চ করল শাওমি