AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুগল প্লে স্টোরের জায়গা নিতে Indus App Store লঞ্চ করল PhonePe, কী এমন থাকছে?

Indus App Store: ভারতের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ফোনে যে কোনও অ্যাপ ডাউনলোড করতে Google Play Store ব্যবহার করেন। কিন্তু এখন তাদের কাছে একটি অতিরিক্ত অ্যাপ স্টোর থাকল। আপনি চাইলে যে সব অ্যাপ প্লে স্টোরে পাচ্ছেন না, সেগুলি ইন্ডাস অ্যাপ স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

গুগল প্লে স্টোরের জায়গা নিতে Indus App Store লঞ্চ করল PhonePe, কী এমন থাকছে?
| Updated on: Feb 22, 2024 | 7:45 PM
Share

Walmart-এর মালিকানাধীন কোম্পানি PhonePe তার অ্যাপ স্টোর চালু করেছে। এই অ্যাপ স্টোরের নাম দেওয়া হয়েছে ইন্ডাস অ্যাপ স্টোর (Indus App Store), যা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা তুঙ্গে ছিল। অবশেষে এই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরটি চালু হল। এটি একটি ভারতে তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, যা সরাসরি গুগল প্লে স্টোরকে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। গত বছর 2023 সালের সেপ্টেম্বরে কোম্পানিগুলিকে Indus প্ল্যাটফর্মে তাদের নিজ নিজ অ্যাপ প্রকাশ করতে বলেছিল। তবে ভারতের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ফোনে যে কোনও অ্যাপ ডাউনলোড করতে Google Play Store ব্যবহার করেন। কিন্তু এখন তাদের কাছে একটি অতিরিক্ত অ্যাপ স্টোর থাকল। আপনি চাইলে যে সব অ্যাপ প্লে স্টোরে পাচ্ছেন না, সেগুলি ইন্ডাস অ্যাপ স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

Indus App Store-এর বৈশিষ্ট্য:

কোম্পানিটি লঞ্চের সময় দাবি করেছে, 45টি বিভিন্ন বিভাগে 2 লাখেরও বেশি মোবাইল অ্যাপ এবং গেম যুক্ত করা হয়েছে। এই অ্যাপটিতে, ব্যবহারকারীরা হিন্দি এবং ইংরেজি সহ মোট 12টি ভাষার সাপোর্ট পাবেন, যার মধ্যে ভারতের অনেক আঞ্চলিক ভাষাও রয়েছে।

2023-এর সেপ্টেম্বরে প্রথমবারের মতো Indus অ্যাপ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। আর সেই সময়ই সংস্থাটি জানিয়েছিল, কোনও অ্যাপ ডেভলপার(বিকাশকারী) এই স্টোরে যদি তাদের অ্যাপ দিতে চায়, তাহলে তা সম্পূর্ণ বিনামূল্যে হবে। PhonePe-এর সহ-প্রতিষ্ঠাতা সমীর নিগম তখন বলেছিলেন যে, “ডেভেলপাররা তাদের প্ল্যাটফর্মে যে কোনও পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন। কোম্পানি দাবি করেছে যে ইমেল এবং চ্যাটবটের মাধ্যমে ইন্ডাস অ্যাপ স্টোরে 24*7 কাস্টমার কেয়ার সাপোর্ট সুবিধা পাওয়া যাবে।”

কোম্পানিটি Indus App Store চালু করে ভারতীয় অ্যাপের বাজারে একটি বিরাট চাল চেলেছে। data.ai-এর তথ্য অনুসারে, ভারতে বসবাসকারী লোকেরা 2023 সালে মোবাইল অ্যাপে 1.19 ট্রিলিয়ন ঘন্টা ব্যয় করেছে, আর 2021 সালে, 954 বিলিয়ন ঘন্টা মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যয় করা হয়েছে। আর এই হিসেবই বলে দিচ্ছে যে, ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপগুলিতে অনেকটা সময় ব্যয় করেন এবং পরিমাণ কত দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে, ওয়ালমার্ট এই অ্যাপ স্টোরটি চালু করে বাজারকে বিরাট এগিয়ে দিয়েছে।