Amazfit Smart Watch: ভারতে লঞ্চ হয়েছে তিনটি Amazfit স্মার্টওয়াচ বা ফিটনেসব্যান্ড, দাম কত? দেখুন বিভিন্ন ফিচার
জানা গিয়েছে, Amazfit GTR 3 Pro, Amazfit GTR 3 এবং Amazfit GTS 3 এই তিনটি ফিটনেসব্যান্ড বা স্মার্টওয়াচে রয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড।
ভারতে লঞ্চ হয়েছে Amazfit- এর নতুন স্মার্টব্যান্ড। একে স্মার্টওয়াচ বা ফিটনেসব্যান্ডও বলা যায়। মোট তিনটি স্মার্টব্যান্ড লঞ্চ হয়েছে দেশে। সেগুলি হল- Amazfit GTR 3 Pro, Amazfit GTR 3 এবং Amazfit GTS 3। ২০ অক্টোবর বুধবার এই তিনটি ওয়ারেবল ডিভাইস লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, Amazfit GTR 3 Pro, Amazfit GTR 3 এবং Amazfit GTS 3 এই তিনটি স্মার্টব্যান্ডে রয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড। মোট ৮টি খেলাকে চিহ্নিত করতে পারে এই সমস্ত স্পোর্টস মোড। এছাড়াও Amazfit- এর নতুন ফিটনেসব্যান্ডগুলিতে ২৪x৭ হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন অর্থাৎ SpO2 মনিটর এবং আরও অনেক হেলথ ফিচার মনিটরিং সেনসর রয়েছে।
Amazfit- এর এই তিনটি স্মার্টব্যান্ডের দাম ভারতে কত?
- Amazfit GTR 3 Pro- এই ফিটনেসব্যান্ডের দাম ১৮,৯৯৯ টাকা।
- Amazfit GTS 3- এই স্মার্টব্যান্ডের দাম ১৩,৯৯৯ টাকা।
- Amazfit GTR 3- এই ফিটনেসব্যান্ডের দামও ১৩,৯৯৯ টাকা।
জানা গিয়েছে, ভ্যানিলা মডেল Amazfit GTR 3 ফিটব্যান্ড কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Amazfit- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। বাকি দু’টি স্মার্টব্যান্ড কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং Amazfit- এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তবে বর্তমানে এই তিনটি ফিটব্যান্ডের মডেলই ভারতে ‘সোল্ড আউট’।
প্রসঙ্গত উল্লেখ্য, স্পেশ্যাল অফার বা বিশেষ ছাড় হিসেবে ২০, ২১ এবং ২২ অক্টোবর Amazfit- এর এই তিনটি ফিটনেসব্যান্ডের ক্ষেত্রে এক হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে। এই তিনটি স্মার্টওয়াচের মধ্যে Amazfit GTR 3 Pro পাওয়া যাবে ব্রাউন লেদার এবং ইনফিনিটি ব্ল্যাক, এই দুই রঙে। এছাড়া ভ্যানিলা Amazfit GTR 3 পাওয়া যাবে মুনলাইট গ্রে এবং থান্ডার ব্ল্যাক, এই দুই রঙে। আর Amazfit GTS 3- এই ফিটব্যান্ড পাওয়া যাবে গ্রাফাইট ব্ল্যাক, আইভরি হোয়াইট এবং Terrar Rose- এই তিনটি রঙে। উল্লেখ্য, গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Amazfit- এর এই তিনটি স্মার্টওয়াচ তথা ফিটনেসব্যান্ড বা ফিটব্যান্ড।
জানা গিয়েছে, Amazfit GTR 3 Pro মডেলের ওজন ৩২ গ্রাম। Amazfit GTR 3- এর ওজনও ৩২ গ্রাম। আর Amazfit GTS 3- এর ওজন ২৪.৪ গ্রাম। Amazfit সংস্থার দাবি তাদের প্রিমিয়াম ফিটব্যান্ডের ব্যাটারি লাইফ একবার চার্জ দিলে ১২ দিন পর্যন্ত বজায় থাকবে। এই স্মার্টওয়াচে রয়েছে ৪৫০mAh ব্যাটারি। অন্যদিকে, Amazfit GTS 3 স্মার্টওয়াচ তথা ফিটব্যান্ডের ব্যাটারি লাইফও সিঙ্গল চার্জে ১২ দিন পর্যন্তই বজায় থাকবে। তবে এখানে রয়েছে ২৫০mAh ব্যাটারি। এর পাশাপাশি ভ্যানিলা মডেল Amazfit GTR 3 স্মার্টওয়াচে রয়েছে ৪৫০mAh ব্যাটারি। একবার চার্জ দিলে ব্যাটারি লাইফ বজায় থাকবে ২১ দিন পর্যন্ত।