Facebook Smartwatch: আসছে ফেসবুকের স্মার্টওয়াচ, তাতে থাকছে সেলফি ক্যামেরা ছাড়াও আরও নানান বৈশিষ্ট্য…
যদিও ফেসবুক এখনও আনুষ্ঠানিকভাবে স্মার্টওয়াচটির আগমনের কথা ঘোষণা করেনি। তবে গুজব রটেছে যে, স্মার্টওয়াচটি ২০২২ সালের প্রথমদিকে লঞ্চ হতে পারে।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তকমা ছেড়ে নিজেদের জনপ্রিয়তার মাত্রা আরও বহুগুণে বাড়াতে ফেসবুক ইদানীংকালে একটু অন্য পথে হাঁটা শুরু করেছে। তাই কিছুদিন আগেই রে ব্যানের সঙ্গে অংশীদারিত্বে সংস্থাটি তাদের প্রথম প্রজন্মের স্মার্ট গ্লাস লঞ্চ করেছে। এবার অ্যাপেল ওয়াচকে জোর টক্কর দিতে একটি অত্যাধুনিক স্মার্টওয়াচ তৈরি করার লক্ষ্যে ফেসবুক কাজ করছে বলে খবর পাওয়া গেছে। ডিভাইসটি নতুন ঘোষিত মেটা সংস্থার অধীনে লঞ্চ করা হবে। আসন্ন স্মার্টওয়াচের একটি ছবি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। Bloomberg-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক স্মার্টওয়াচ একটি বৃত্তাকার স্ক্রিন এবং ডিসপ্লে নচ সহ আসতে পারে, যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। নচটি স্মার্টফোনগুলিতে আমরা যেরকম দেখি তার অনুরূপ হবে, তবে এক্ষেত্রে নচটিকে স্ক্রিনের শীর্ষের পরিবর্তে নীচে দেখা যাবে।
আসন্ন স্মার্টওয়াচের ছবিটি ফেসবুক রে ব্যান স্টোরিস স্মার্ট গ্লাসের আইফোন অ্যাপের ভিতরে দেখা গেছে, যার নাম ফেসবুক ভিউ। এটি অ্যাপ ডেভেলপার স্টিভ মোজার সর্বপ্রথম লক্ষ্য করেন। ফাঁস হওয়া ছবিতে, স্মার্টওয়াচটির ডান দিকে একটি কন্ট্রোল বাটনও দেখা গেছে। স্মার্ট গ্লাস অ্যাপে এই ইমেজটির উপস্থিতি ইঙ্গিত দেয় যে, অ্যাপটির মাধ্যমে আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সঙ্গেই আসন্ন এই স্মার্টওয়াচটি কম্প্যাটিবল হবে। আবার ‘মিলান’ কোডনামের সঙ্গে ওয়াচটি আত্মপ্রকাশ করতে পারে।
ফেসবুক স্মার্টওয়াচে ক্যামেরা থাকবে, যা ফটো, ভিডিয়ো ক্যাপচার এবং ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে। এই ওয়াচ ডিট্যাচেবল রিস্ট স্ট্র্যাপ সহ আসবে। এছাড়া, ওয়াচ কেসের শীর্ষে একটি বাটন থাকতে পারে। উল্লেখ্য যে, আজ পর্যন্ত বিশ্বের কোনো ব্র্যান্ডের স্মার্টওয়াচে ক্যামেরা দেখা যায়নি। এমনকি অ্যাপল, যাদের স্মার্টওয়াচ বিশ্বের সর্বাধিক বিক্রিত তথা জনপ্রিয়, তাদের স্মার্টওয়াচেও ক্যামেরা নেই। অর্থাৎ, ফেসবুকের এই আসন্ন স্মার্টওয়াচ বিশ্বের সর্বপ্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ হতে চলেছে।
যদিও ফেসবুক এখনও আনুষ্ঠানিকভাবে স্মার্টওয়াচটির আগমনের কথা ঘোষণা করেনি। তবে গুজব রটেছে যে, স্মার্টওয়াচটি ২০২২ সালের প্রথমদিকে লঞ্চ হতে পারে। পাশাপাশি ফেসবুক এই প্রোডাক্টটির তিনটি প্রজন্মের উপর কাজ করছে বলেও খবর পাওয়া গেছে।
আরও পড়ুন- Redmi Buds 3 Lite: এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে?
আরও পড়ুন: Microsoft Mesh: এবার ফেসবুকের পথে হাঁটল মাইক্রোসফট, নিজেদের মেটাভার্সে লঞ্চ করতে চলেছে ‘মেস’…