Whatsapp Tricks And Tips: হোয়াটসঅ্যাপের পিন ভুলে গিয়েছেন? কীভাবে খুলবেন অ্যাকাউন্ট… শিখে নিন সহজ ট্রিকস

Whatsapp Pin: ইউজার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি যুক্ত করলে ছয় ডিজিটের একটি পিন দিতে হয়।

Whatsapp Tricks And Tips: হোয়াটসঅ্যাপের পিন ভুলে গিয়েছেন? কীভাবে খুলবেন অ্যাকাউন্ট... শিখে নিন সহজ ট্রিকস
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 9:29 PM

হোয়াটসঅ্যাপের পিন (Whatsapp Pin) ভুলে গেছেন? কীভাবে আবার খুলবেন হোয়াটসঅ্যাপ (Whatsapp Account)? ভয় পাওয়ার কিছু নেই। এর জন্যে রয়েছে সহজ কিছু ট্রিকস (Whatsapp Tricks And Tips)। একবার শিখে নিতে পারলেই বাজিমাত করবেন আপনি। সুরক্ষার খাতিরে হোয়াটসঅ্যাপ আপনাকে টু-স্টেপ ভেরিফিকেশনের অপশন দিয়ে থাকে। তবে এটি একটি অপশনাল ফিচার। ইউজার চাইলে ব্যবহার করবেন, নয়তো এড়িয়ে যাবেন। কিন্তু এই ফিচারের সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে। এই টু-স্টেপ ভেরিফিকেশন যাকে টু ফ্যাক্টর অথেনটিফিকেশনও বলা হয়, তার সাহায্যে ইউজার নিজের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত করতে পারবেন। তার ফলে অন্য কারও হাতে আপনার ফোন গেলেও আপনি নিশ্চিন্ত থাকবেন যে ওই ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবে না।

নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার সেট করলে যখন আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন তখন আপনাকে একটি ৬ ডিজিট পিন দিতে হবে। এই পিন নম্বর ইউজার নিজেই সেট করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ খোলার সময় এই পিন দিলে তবেই আপনার অ্যাকাউন্ট এবং চ্যাটবক্স ওপেন হবে অর্থাৎ খুলবে। এর পাশাপাশি আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন সেটআপ চালু করবেন তখন হোয়াটসঅ্যাপের তরফে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলা হবে। এই ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ আপনাকে একটি রিসেট লিঙ্ক পাঠাবে। যদি কোনও ইউজার ওই ছয় ডিজিটের পিন নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে এই রিসেট লিঙ্ক কাজে লাগবে। এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকেও অতিরিক্ত সুরক্ষিত রাখবে।

যদি কোনও ইউজার কখনও ওই ছয় ডিজিটের পিন নম্বর ভুলে যান তাহলে ইমেলে থাকা ওই রিসেট লিঙ্কে গিয়ে নতুন করে পিন সেট বা পিন রিসেট করতে পারবেন। অ্যানড্রয়েড এবং আইফোন, দু’ক্ষেত্রেই একইভাবে সমস্যার সমাধান হবে। তাই চট করে দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি।

র সমাধান হবে। তাই চট করে দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি।

১। প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

২। এবার ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করুন।

৩। এরপর সেন্ড মেল অপশনে ট্যাপ করতে হবে। যে ইমেল অ্যাড্রেস আপনার দেওয়া ছিল সেখানে একটি রিসেট লিঙ্ক পাঠাবে হোয়াটসঅ্যাপ।

৪। ইমেলে গিয়ে রিসেট লিঙ্ক খুলে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।

৫। এবার পুনরায় ফোনের হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

৬। আবারও ‘ফরগট পিন’ অপশনে ট্যাপ করতে হবে।

৭। এরপর ট্যাপ করতে হবে ‘রিসেট’ অপশনে।

আরও পড়ুন- AutoPlay Video: ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনাআপনি চালু হচ্ছে ভিডিয়ো! বন্ধ করবেন কীভাবে?

আরও পড়ুন- Whatsapp Chat Pin To Top: হোয়াটসঅ্যাপ চ্যাটকে কীভাবে ‘পিন টু টপ’ করবেন? শিখে নিন ট্রিকস