Realme Techlife Washing Machine: সেমি-অটোমেটিক, অ্যান্টি-ব্যাকটিরিয়াল ওয়াশিং মেশিন নিয়ে এল রিয়েলমি, খরচ হবে মাত্র ৫২৮ টাকা
Semi-automatic, Anti-bacterial Washing Machine: খুব কম দামে ভারতে একটি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন নিয়ে এল রিয়েলমি। তার দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।
ভারতে খুব কম দামের একটি সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন (Washing Machine) লঞ্চ হয়ে গেলে। আর সেই লেটেস্ট ওয়াশিং মেশিন নিয়ে এসেছে রিয়েলমি (Realme) তার টেকলাইফ (Techlife) রেঞ্জে। এই নতুন ওয়াশিং মেশিনের সবথেকে আকর্ষণীয় ফিচার হল তার অ্যান্টি-ব্যাকটিরিয়াল সিলভার আয়ন ওয়াশ প্রযুক্তি, যা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। ওয়াশিং মেশিন রেঞ্জে এই প্রথম কোনও সেমি-অটোমেটিক মডেল নিয়ে হাজির হল রিয়েলমি। এই লেটেস্ট রিয়েলমি টেকলাইফ সেমি-অটোমেটিক অ্যান্টি-ব্যাকটিরিয়াল ওয়াশিং মেশিনের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
দাম
রিয়েলমি টেকলাইফ তার এই নতুন অ্যান্টি-ব্যাকটিরিয়াল ওয়াশিং মেশিনটি ভারতে মাত্র ১০,৯৯০ টাকা দামে নিয়ে এসেছে। এই দাম ধার্য করা হয়েছে ৮ কেজি মডেলের জন্য। রয়েছে একটি ৮.৫ কেজির ওয়াশিং মেশিনও, যার দাম ১১,১৯০ টাকা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ফ্লিপকার্ট থেকেই কেবল মাত্র এই ওয়াশিং মেশিনটি পাওয়া যাবে। থাকছে নো কস্ট ইএমআই অপশনও। আর সেই অপশনে প্রতি মাসে আপনি মাত্র ৫২৮ টাকা খরচ করেই পেয়ে যাবেন এই সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন।
স্পেসিফিকেশনস ও ফিচার্স
এই অ্যান্টি-ব্যাকটিরিয়াল সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে টপ লোডেড ডিজ়াইন দেওয়া হয়েছে। কাপড়-জামা থেকে সমস্ত নোংরা নিমেষে পরিষ্কারের জন্য এই রিয়েলমি টেকলাইফের লেটেস্ট ওয়াশিং মেশিনে জেট স্ট্রিম প্রযুক্তি রয়েছে। তার থেকেও বড় কথা হল, বিইই রেটিং প্রাপ্ত এই ওয়াশিং মেশিন। পাশাপাশি আবার এই ওয়াশিং মেশিনে সিলভার আয়ন ওয়াশ প্রযুক্তির মাধ্যমেই কাপড়-জামা ধুয়ে ফেলতে পারে।
আকর্ষণীয় ফিচার্সের মধ্যে এই রিয়েলমি টেকলাইফ সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে রয়েছে ১,৪০০আরপিএম স্পিন সাইকেল এবং হেভি-ডিউটি মোটর-সহ এয়ার ড্রাই প্রযুক্তি। ওয়াশিং মেশিনটি হার্ড ওয়াটার ওয়াশ এবং কলার স্ক্রাবার ফিচার্সও অফার করে। কোম্পানির মতে, ওয়াশিং মেশিনে প্লাস্টিকের বডি এবং কমপ্যাক্ট বিল্ড রয়েছে। সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, রিয়েলমি টেকলাইফের এই অ্য়ান্টি-ব্যাকটিরিয়াল ওয়াশিং মেশিনে IPX4 রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কপিল দেবের ১৭৫ নট আউট মিস করেছিলেন? হারিয়ে যাওয়া ভিডিয়ো রিক্রিয়েট করল শক্তিশালী এয়ারটেল ৫জি
আরও পড়ুন: জিও-কে টেক্কা দিতে চমৎকার ‘আইপিএল’ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া, এক বছর বিনামূল্যে ডিজ়নি+ হটস্টার
আরও পড়ুন: হাতে আর মাত্র ২ দিন! বিএসএনএল-এর এই ৩ প্ল্যানে বিনামূল্যে ১৮০জিবি ডেটা ও আরও অফার