Godrej AC Offer: জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Godrej তার AC বহু দিন আগেই বাজারে নিয়ে এসেছে। সংস্থার এয়ার কন্ডিশনারগুলির দাম যেমন কম হয়, তেমনই আবার সেগুলি টেকসইও হয়। এখন আপনি যদি Godrej AC কেনার চিন্তাভাবনা করেন, তাহলে আপনার জন্য দুর্দান্ত অফার রয়েছে। মাঝারি ঘরের জন্য সেই এয়ার কন্ডিশনারটি দুর্দান্ত হতে পারে। মার্কেটে সেই এসির যা রিটেল প্রাইস, তার থেকেও প্রায় অর্ধেক দামে আপনি বাড়িতে সেই Air Conditioner নিয়ে আসতে পারেন। কত দাম সেই এসির, কত টাকার ছাড় পাবেন, ফিচার ও স্পেসিফিকেশনই বা কেমন, জেনে নিন সব তথ্য।
Godrej AC: দাম ও অফার
এই মুহূর্তে বাজারে Godrej 5-in-1 কনভার্টিবল কুলিং এসির দাম 42,900 টাকা। এয়ার কন্ডিশনারটির সঙ্গে আপনি পেয়ে যাবেন 31% ছাড়। হ্যাঁ, ফ্লিপকার্ট আপনাকে এই বিরাট অঙ্কের ছাড় দিচ্ছে। তার ফলে গোদরেজের এই এসির দাম হয়ে যাচ্ছে 29,490 টাকা। তবে অফারের এখানেই শেষ নয়। এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় অফারটি। এই এয়ার কন্ডিশনারের সঙ্গে 8,000 টাকা এক্সচেঞ্জ অফার। শুধু তাই নয়। আপনি কোন এসি মডেলটি বদলাবেন তার উপরে নির্ভর করে আরও অতিরিক্ত 1,000 টাকা এক্সচেঞ্জ অফার পাবেন। অর্থাৎ সব মিলিয়ে এই এসির উপরে আপনি পেয়ে যাচ্ছেন 9,000 টাকার এক্সচেঞ্জ অফার। ফলে, মাত্র 20,490 টাকায় এই Godrej AC আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।
এছাড়াও যদি এতটা টাকা একবারে খরচ করে এসিটি আপনি ক্রয় করতে না পারেন, তাহলে প্রতি মাসে 4,915 টাকা প্রতি মাসে EMI দিয়েও এয়ার কন্ডিশনারটি আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। এর সঙ্গে আপনি এক বছরের ওয়ারান্টি পেয়ে যাবেন এবং এসির কম্প্রেসারে পাবেন 10 বছরের ওয়ারান্টি।
Godrej AC: ফিচার ও স্পেসিফিকেশন
এটি Godrej-এর কনভার্টিবল কুলিং এসি। আপনি এই এয়ার কন্ডিশনারটি চালালে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। 1 টন ক্ষমতার এই এসি 3 স্টার রেটিং প্রাপ্ত। ওয়ান স্টার এসির তুলনায় এটি 15 শতাংশ কম বিদ্যুৎ সাশ্রয় করে। অটো স্টার্ট ফিচার দেওয়া হয়েছে। স্লিপ মোডের মতো আকর্ষণীয় স্পেসিফিকেশন রয়েছে।