24,990 টাকায় 50 ও 55 ইঞ্চির দুর্ধর্ষ QLED TV নিয়ে এল Infinix, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
ভারতে টেলিভিশনের নতুন লাইন-আপ 'Zero Series' নিয়ে হাজির হয়েছে Infinix। 50 এবং 55 ইঞ্চির দুটি টিভি লঞ্চ করেছে সংস্থাটি, যে দুটিই QLED TV। এই স্মার্টটিভি ইক্যুইপ করা রয়েছে Quantum DOT টেকনোলজির সঙ্গে।
বাজেট সেগমেন্টে ইতিমধ্যেই একাধিক টিভি লঞ্চ করেছে Infinix। এবার সংস্থাটি ঢুকে পড়ল প্রিমিয়াম Android TV সেগমেন্টে। ভারতে টেলিভিশনের নতুন লাইন-আপ ‘Zero Series’ নিয়ে হাজির হয়েছে Infinix। 50 এবং 55 ইঞ্চির দুটি টিভি লঞ্চ করেছে সংস্থাটি, যে দুটিই QLED TV। এই স্মার্টটিভি ইক্যুইপ করা রয়েছে Quantum DOT টেকনোলজির সঙ্গে। Infinix Zero Series-এর নতুন টিভিগুলির দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Infinix Zero 50 ও 55 ইঞ্চির QLED TV-র দাম ও উপলব্ধতা
Infinix Zero 50 ইঞ্চির QLED 4K TV ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 24,990 টাকা দামে। অন্য দিকে Infinix Zero 55 ইঞ্চির QLED 4K TV-র দাম রাখা হয়েছে 34,990 টাকা। এই দুটি অ্যান্ড্রয়েড টিভিই 24 সেপ্টেম্বর থেকে সেলে হাজির হবে।
Infinix Zero 50 ও 55 ইঞ্চির QLED TV-র ফিচার্স ও স্পেসিফিকেশনস
এই দুটি টিভির সাইজ় ও দাম ছাড়া এদের ফিচার্স ও স্পেসিফিকেশনসে কোনও পরিবর্তন নেই। মিনিমালিস্টিক বেজ়েল-লেস ডিজ়াইন রয়েছে, যা ডলবি ভিশন, HDR 10+ সাপোর্ট করবে। রয়েছে 60 FPS MEMC, যা আপনার টিভি দেখার সময় ফ্রেম রেট বুস্ট করবে। এই ডিসপ্লে 400 NITS পিক ব্রাইটনেস, 85 শতাংশ NTSC এবং 122 শতাংশ sRGB কালার গ্যামুট সাপোর্ট করে। এই QLED 4K TVগুলি ইক্যুইপ করা রয়েছে দুটি অত্যন্ত শক্তিশালী ইন-বিল্ট 36 ওয়াটের বক্স স্পিকারের সঙ্গে, তাতে ডলবি ডিজিটাল অডিও এবং দুটি টুইটার্স রয়েছে, যা সাউন্ড কোয়ালিটিকে আরও উন্নত করতে পারে।
পারফরম্যান্সের দিক থেকে এই টিভি চালিত হচ্ছে MediaTek-এর Quad-Core CA55 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 2GB RAM এবং 16GB পর্যন্ত ROM-এর সঙ্গে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 11 আউট অফ দ্য বক্স। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে তিনটি HDMI (1 ARC Support) পোর্ট, দুটি USB পোর্ট, 5.0 ব্লুটুথ, WiFi b/g/n, একটি AV ইনপুট, একটি LAN, একটি হেডফোন পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে।