OnePlus Liquid Cooler: আপনার স্মার্টফোনের ‘মাথা’ ঠান্ডা করবে এই OnePlus লিকুইড কুলার

MWC 2023-এ OnePlus এমনই একটি অনন্য Liquid Cooling System দেখিয়েছে, যা স্মার্টফোন গেমিং এবং স্মার্টফোনের সাহায্যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে একপ্রকার বিপ্লব ঘটাতে চলেছে।

OnePlus Liquid Cooler: আপনার স্মার্টফোনের 'মাথা' ঠান্ডা করবে এই OnePlus লিকুইড কুলার
লিকুইড কুলিং সিস্টেম নিয়ে হাজির হল ওয়ানপ্লাস।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 7:10 PM

Smartphone Overheating: বিশ্বের সবথেকে বড় টেক ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। সেই Mobile World Congress 2023 শীর্ষক অনুষ্ঠানে একাধিক টেক কোম্পানি তাদের উদ্ভাবনগুলি নিয়ে হাজির হচ্ছে। এবার MWC 2023-এ OnePlus এমনই একটি অনন্য লিকুইড কুলিং সিস্টেম দেখিয়েছে, যা স্মার্টফোন গেমিং এবং স্মার্টফোনের সাহায্যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে একপ্রকার বিপ্লব ঘটাতে চলেছে। স্মার্টফোন গেমিং বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু স্মার্টফোন থেকে গেম খেলতে গিয়ে গেমারদের সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল ফোনটির ওভারহিটিং (Overheating)। একটা ফোন থেকে দীর্ঘক্ষণ গেম খেলার ফলে, তা তেতে লাল হয়ে যাচ্ছে। আমাদের ঠান্ডা করার জন্য বাজারে একগুচ্ছ এয়ার কন্ডিশনার রয়েছে। কিন্তু গরম স্মার্টফোন ঠান্ডা করার জন্য কোনও কুলিং ডিভাইস ছিল না। এবার গরম ফোন ঠান্ডা করার জন্যই Liquid Coolar নিয়ে হাজির হল OnePlus।

নতুন লিকুইড কুলিং সিস্টেম দিয়ে OnePlus স্মার্টফোন গরম হয়ে যাওয়ার মতো বড় সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করা হচ্ছে। মাল্টিটাস্কিং এবং বিশেষ করে গেমিংয়ের সময় এই OnePlus Liquid Coller যে কোনও মোবাইল ফোনকে অন্তত 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করতে পারবে বলে জানা গিয়েছে। আর তা যদি সত্য়ি হয়, তাহলে এই সেক্টরে একপ্রকার বিপ্লব ঘটে যাবে। সংস্থার জন্যও এটি উল্লেখযোগ্য একটি উদ্ভাবন হবে। কারণ, বেশিরভাগ আধুনিক স্মার্টফোনই প্যাসিভ কুলিং সলিউশন ব্যবহার করে, যা কখনই সমাধানের ভাল উপায় নয়।

OnePlus Liquid Cooler: কীভাবে কাজ করে

OnePlus-এর এই 45W লিকুইড কুলারটি স্মার্টফোনের সঙ্গে অ্যাটাচ করে এবং তারপর তা প্রসেসর থেকে তাপ বের করে দেয়। ওয়ানপ্লাস কুলারটি ওজনে খুবই হাল্কা, ইউজারের হাতে কখনই গরম হাওয়া দেয় না। অন্যান্য এক্সটার্নাল কুলারগুলির থেকে অনেকটাই আলাদা এই ওয়ানপ্লাস লিকুইড কুলারটি।

এই কুলারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, আপনার ফোনের ঠিক কতটা ঠান্ডা হওয়া দরকার সেই অনুযায়ী কাস্টমাইজ় করে নেওয়া যায়। আপনি যদি চান দ্রুত ঠান্ডা করবেন, তাহলে তা-ই পারবেন। আবার যদি মনে করেন, ধীরে ধীরে ফোন ঠান্ডা হলেও আপনার অসুবিধা নেই, তাহলে তা-ও পারবেন। সব মিলিয়ে OnePlus 45W লিকুইড কুলারটি ফুল স্পিডে লোড করা যেতে পারে।

OnePlus-এর তরফ থেকে বলা হচ্ছে, এই লিকুইড কুলারটি ফোনের তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত কমাতে পারে, যা সত্যিই আকর্ষণীয়। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, কুলারটি তখন সবথেকে ভাল পারফর্ম করতে পারে যখন সরাসরি প্রসেসরের সঙ্গে প্লেস করা হয়। তবে এই কুলিং সিস্টেমটি অনেকটাই বেশি ইলেকট্রিসিটি কনজ়িউম করে 45W পাওয়ারে। তাই এটি তখনই ব্যবহার করুন, যখন আপনার একটি পাওয়ার সোর্সের অ্যাক্সেস রয়েছে।