Noise Champ Smart Band: বাচ্চাদের জন্য স্মার্টব্যান্ড লঞ্চ করেছে নয়েজ় সংস্থা, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 25, 2021 | 12:42 AM

জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট এবং নয়েজ় সংস্থার অফিশিয়াল সাইট থেকে বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্ট ব্যান্ড কেনা সম্ভব হচ্ছে।

Noise Champ Smart Band: বাচ্চাদের জন্য স্মার্টব্যান্ড লঞ্চ করেছে নয়েজ় সংস্থা, দাম কত?
ছবি সৌজন্যে- Gizmochina

Follow Us

নয়েজ় সংস্থার স্মার্টব্যান্ড নয়েজ় চ্যাম্প ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, এটিই ভারতের প্রথম এমন স্মার্ট ব্যান্ড যা বাচ্চাদের জন্য লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট ব্যান্ড আসলে একটি IP68 রেটেড ডিভাইস। অর্থাৎ এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিসট্যান্ট ফিচার। অতএব ধুলোবালি এবং জলের ক্ষেত্রে নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ড নষ্ট হবে না। বরং রেসিসট্যান্ড ডিভাইস হিসেবে কাজ করবে। এছাড়াও জানা গিয়েছে যে, এই স্মার্ট ব্যান্ডে স্লিপ মনিটর, অ্যালার্ম ইত্যাদি ফিচার রয়েছে যা বাচ্চাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় বিষয়।

ভারতে নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডের দাম কত এবং কোথা থেকে কেনা যাচ্ছে, জেনে নিন

ভারতে নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডের বর্তমানে দাম ১৯৯৯ টাকা। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট এবং নয়েজ় সংস্থার অফিশিয়াল সাইট থেকে বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্ট ব্যান্ড কেনা সম্ভব হচ্ছে। কার্বন ব্ল্যাক, ক্যান্ডি পিঙ্ক এবং পেপি ব্লু— এই তিন রঙে ভারতে উপলব্ধ হয়েছে ‘কিডস স্পেশ্যাল’ নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ড।

নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার, দেখে নিন

  • বাচ্চাদের জল খাওয়া নিয়ে অভিভাবকরা সব সময়েই বেশ চিন্তায় থাকেন। কারণ বেশিরভাগ বাচ্চাই সঠিক পরিমাণে জল খেতে চায় না। মা-বাবার সঙ্গে না থাকলে, কেউ মনে করিয়ে না দিলে নিজের থেকে সময়ান্তরে জল খেয়ে নেই এমন বাচ্চার সংখ্যা নেহাতই হাতেগোনা। তবে এবার বাবা-মায়েদের জন্য এক মুশকিল আসান ফিচার রয়েছে এই নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডে। এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার রিমাইন্ডার। অর্থাৎ আপনার ছোট্ট সোনাকে জল খাওয়ার কথা মনে করে দেবে এই আধুনিক ঘড়ি।
  • অ্যালার্ম দেওয়ার ব্যবস্থাও রয়েছে নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডে। অর্থাৎ সাতসকালে ঘুম থেকে ওঠার জন্য ছোটরা এবার স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। শুধু ঘুম থেকে ওঠার অ্যালার্ম নয়, দাঁত মাজা থেকে খাওয়ার সময়, পড়াশোনা করার সময় ঘুমোতে যাওয়া সময়, খেলার সময় এমনকি স্নানের সময়ের জন্যেও রিমাইন্ডার সেট করা সম্ভব নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ডে।
  • নয়েজ় চ্যাম্পে একবার চার্জ দিলে প্রায় সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্ট ব্যান্ডে। এছাড়াও জানা গিয়েছে এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ১২টি স্পোর্টস মোড। সেই সঙ্গে রয়েছে ৫০টিরও বেশি ওয়াচ ফেসের বন্দোবস্ত।
  • নয়েজ় চ্যাম্প স্মার্ট ব্যান্ড ওজনের খুব হাল্কা, মাত্র ১৮ গ্রাম। এই স্মার্ট ব্যান্ডের মাধ্যমে মা-বাবারা বাচ্চাদের বিভিন্নকাজকর্মে সক্রিয় থাকার সময় এবং ঘুমের সময়ের উপর নজর রাখতে পারবেন। এই কাজে সাহায্য করবে NoiseFit Assist অ্যাপ।

আরও পড়ুন- 5G IN USA: বিমান চলাচলে সমস্যার সৃষ্টি করতে পারে 5G? ভয় নাকি অহেতুক ভাবনা?

Next Article