International Yoga Day 2021: আন্তর্জাতিক যোগ দিবসে M-Yoga অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 21, 2021 | 12:00 PM

জানা গিয়েছে, 'এম-যোগ' অ্যাপে যোগাসনের বিভিন্ন ট্রেনিং ভিডিয়ো থাকবে। বিভিন্ন ভাষার মানুষ যাতে এই ভিডিয়ো দেখে বুঝতে পারেন, সেজন্য একাধিক ভাষায় সেইসব ভিডিয়ো থাকবে বলে জানা গিয়েছে।

International Yoga Day 2021: আন্তর্জাতিক যোগ দিবসে M-Yoga অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২১ জুন, বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

Follow Us

২১ জুন, বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। আজ (২১ জুন, ২০২১) সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এম-যোগা’ অ্যাপ চালু করেছেন। বিশ্বের প্রতিটি কোণায় যাতে যোগাসন, যোগব্যায়াম- এর অভ্যাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্যই এই অ্যাপ চালু করা হয়েছে। এই ‘এম-যোগ’ অ্যাপ তৈরি করেছে AYUSH মন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই মন্ত্রকের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় প্রতি বছর।

জানা গিয়েছে, ‘এম-যোগ’ অ্যাপে যোগাসনের বিভিন্ন ট্রেনিং ভিডিয়ো থাকবে। বিভিন্ন ভাষার মানুষ যাতে এই ভিডিয়ো দেখে বুঝতে পারেন, সেজন্য একাধিক ভাষায় সেইসব ভিডিয়ো থাকবে বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’- এর ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ’ কর্মকাণ্ডের আওতায় এই ‘এম-যোগ’ অ্যাপ লঞ্চ করা হয়েছে। প্রতিদিনের যোগ অভ্যাসের জন্য ১২ থেকে ৬৫ বছর বয়সীরা এই ‘এম-যোগ’ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

একনজরে ‘এম-যোগ’ অ্যাপ

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু- এর সঙ্গে মিলিত হয়ে এই ‘এম-যোগ’ অ্যাপ নির্মাণ করেছে মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা এবং আয়ুষ মন্ত্রক।
  • এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের যোগা ট্রেনিং মডিউল এবং প্র্যাকটিস সেশন রয়েছে। ভিডিয়ো এবং অডিয়ো, দুই ফরম্যাটেই রয়েছে এইসব ট্রেনিং মডিউল এবং যোগাসন অভ্যাসের সেশন।
  • একাধিক ভাষায় এইসব অডিয়ো এবং ভিডিয়ো দেখা যাবে। যেমন- ফরাসি, হিন্দি, ইংরেজি— এই তিনটি ভাষায় আপাতত এই অ্যাপে ভিডিয়ো দেখা যাচ্ছে এবং অডিয়ো শোনা যাচ্ছে। আগামী দিনে অন্যান্য ভাষাতেও পরিষেবা চালু হবে।
  • অ্যানড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আর আইওএস ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘এম-যোগ’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
  • ডেভেলপাররা জানিয়েছেন, এই অ্যাপ একেবারেই সুরক্ষিত। ইউজারদের কোনও ব্যক্তিগত তথ্য এই অ্যাপের সাহায্যে ফাঁস হবে না।

আরও পড়ুন- সুখবর! iOS, iPadOS-এ ইউটিউব অ্যাপ পাবে ‘পিকচার-ইন-পিকচার’ সাপোর্ট

Next Article