আগামী ২৮ জুন ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে Mobile World Congress (MWC)- এর আয়োজন করতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। আর সেখানেই লঞ্চ হতে পারে স্যামসাং এবং গুগল- এর নতুন স্মার্টওয়াচ। এই দুই সংস্থা যে স্মার্টওয়াচ তৈরির জন্য গাঁটছড়া বেঁধেছিল সে কথা আগেই জানা গিয়েছে। নতুন স্মার্টওয়াচের জন্য ওয়্যার অপারেটিং সিস্টেম (ওএস) এবং Tizen একত্রিত হয়েছে। এইসব কিছু সম্মিলিত হওয়া নতুন স্মার্টওয়াচ কেমন হতে পারে তারই ঝলক Mobile World Congress (MWC)- তে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, আসন্ন ভার্চুয়াল ইভেন্টে স্যামসাংয়ের তরফে গ্যালাক্সি ইকোসিস্টেম, স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম এবং মোবাইল সিকিউরিটির উপর জোর দেওয়া হবে। ২৮ জুন ভারতীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে এই ভার্চুয়াল ইভেন্ট শুরু হবে। স্যামসাং এবং গুগল যে তাদের নতুন স্মার্টওয়াচে অনেক নতুন প্রযুক্তি আনতে চলেছে সেটা official MWC event page থেকেই স্পষ্ট হয়েছে। অনুমান করা হচ্ছে, নতুন স্মার্টওয়াচের ফার্স্টলুক অন্তত প্রকাশ পাবে। উল্লেখ্য, চলতি বছর Google I/O ইভেন্টেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, নতুন স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম স্যামসাং এবং গুগল, দুই সংস্থার জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ।
স্মার্টওয়াচের ওয়্যার অপারেটিং সিস্টেম ছাড়াও আরও অনেক কিছুই জানা যাবে স্যামসাংয়ের Mobile World Congress (MWC) ইভেন্ট থেকে। স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন, নতুন ট্যাব, Samsung’s Knox security solution এবং গ্যালাক্সি এস২১ আলট্রা মডেলের রেয়ার ক্যামেরা মডিউল নিয়েও আলোচনা হবে এই ইভেন্ট। স্যামসাংয়ের ভার্চুয়াল ইভেন্ট সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে।
আরও পড়ুন- ফেসবুকের পডকাস্ট এবং লাইভ অডিয়ো স্ট্রিম পরিষেবা চালু হল আমেরিকায়
আপাতত স্যামসাং যেসব ডিভাইসের কাজ নিয়ে ব্যস্ত, তার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি ট্যাব এস৮ এবং গ্যালাক্সি ওয়াচ ৪। অগস্ট মাসে স্যানসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট হতে পারে। সেখানে এইসব ডিভাইস লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Mi Watch Revolve Active: ১১৭টি স্পোর্টস মোড রয়েছে ৩২ গ্রামের এই স্মার্টওয়াচে, মাপা যায় Sp02