দেখতে AC, আসলে Cooler; মাত্র 11,999 টাকা খরচে দেওয়ালে ইনস্টল করলে হু হু করে ঠান্ডা হাওয়া

AC Like Cooler: এই কুলারটটি আপনি AC-র মতোই দেওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন। সেই কুলার বহু দিন ধরেই বাজারে রাজত্ব করে চলেছে। ওয়াল মাউন্টেড সেই এয়ার কুলার তৈরি করেছে Symphony নামের একটি সংস্থা। কত দাম, কী ফিচার পাবেন, সব তথ্য জেনে নিন।

দেখতে AC, আসলে Cooler; মাত্র 11,999 টাকা খরচে দেওয়ালে ইনস্টল করলে হু হু করে ঠান্ডা হাওয়া
মাত্র কয়েক মিনিটে আপনার ঘর ঠান্ডা করবে এই কুলার!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 4:48 PM

Wall Mounted Cooler: গরম যেমন বাড়ছে, তেমনই বাড়ছে Air Conditioner কেনার ধুম। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে নতুন AC নিয়ে আসার মুহূর্তের মধ্যেই স্টক খালি। রিটেল দোকান, এমনকি ব্র্যান্ডগুলির শোরুমের চিত্রটাও প্রায়। AC কিনতে সর্বত্র ভিড় চোখে পড়ছে। কিন্তু সবার পক্ষে তো আর একটা এয়ার কন্ডিশনার কেনা সম্ভব নয়। কারণ, এসি কিনতে গেলে আপনার বাজেট কমপক্ষে 30,000 টাকা বা তার বেশি হতে হবে। তাতেও আপনি 1 টনের থেকে বেশি আশাই করতে পারবেন না। এমন পরিস্থিতিতে এমনই একটা Air Cooler-এর সন্ধান মিলেছে, যা অনেকটা AC-র মতোই। সেই কুলারটটি আপনি AC-র মতোই দেওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন। সেই কুলার বহু দিন ধরেই বাজারে রাজত্ব করে চলেছে। ওয়াল মাউন্টেড সেই এয়ার কুলার তৈরি করেছে Symphony নামের একটি সংস্থা। কত দাম সেই কুলারের, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, ব্যবহারই বা করবেন কীভাবে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Symphony Personal Air Cooler: কত দাম, কোথায় কিনবেন?

এই এয়ার কুলারটি আপনি ক্রয় করতে পারবেন Flipkart থেকে। এমনিতে এর দাম 14,999 টাকা। আপনি চাইলে Amazon থেকেও ক্রয় করতে পারেন সেই এয়ার কুলারটি। তবে ফ্লিপকার্ট থেকে আপনি যদি কুলারটি ক্রয় করেন, তাহলে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে আপনার জন্য। সেই ছাড়ের পর কুলারটি কিনতে আপনাকে মাত্র 11,999 টাকা খরচ করতে হবে। তবে আপনি চাইলে EMI অফারে এই কুলার আরও কম দামে ক্রয় করতে পারেন। স্ট্যান্ডার্ড EMI অফারে এই কুলারের জন্য প্রতি মাসে আপনাকে 689 টাকা খরচ করতে হবে। অন্য দিকে No Cost EMI অফারে এই কুলার আপনি 1,446 টাকাতেই বাড়ি নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়। এর সঙ্গে আপনি 1 বছরের ওয়ারান্টিও পেয়ে যাবেন।

Symphony Wall Mounted Cooler: ফিচার ও স্পেসিফিকেশন

* এই ওয়াল মাউন্টেড কুলারের ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার। আপনার ঘরে 20 ফুট উচ্চতা পর্যন্ত ঠান্ডা হাওয়া দিতে পারে কুলারটি। 57 কিউবিক মিটারের ঘরের জন্য এই কুলারটি আদর্শ হতে পারে। ক্রস ভেন্টিলেশন ও আরও ভাল শীতলতার অভিজ্ঞতা সঞ্চয় করতে আপনার ঘরের দরজা ও জানলা খুলে রাখতে পারেন কুলারটি চালানোর সময়।

* i-pure টেকনোলজি দেওয়া হয়েছে এই কুলারে। ইলেকট্রনিক হিউমিডিটি কন্ট্রোল, অটোমেটিক হরাইজ়ন্টাল, ভার্টিক্যাল সুইং, 4 স্পিড কুলিংয়ের ক্ষমতা সম্পন্ন ফ্যান রয়েছে এই কুলারে। এছাড়া এতে কুল ফ্লো ডিসপেন্সার থাকার ফলে আপনার ঘরে আর্দ্রতা-মুক্ত শীতল বাতাস প্রবাহে সাহায্য করে কুলারটি।

* কুলারটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট দেওয়া হবে। তাতে অন/অফের জন্য 10 ঘণ্টার টাইমার সেট করে নিতে পারবেন। ফ্যান, সুইং এবং কুলিং সেটিংসও পরিবর্তন করতে পারবেন সেই রিমোটের সাহায্যে।

Symphony Wall Mounted Cooler: কেন কিনবেন?

Symphony-র এই ওয়াল মাউন্টেড কুলারটি খুবই জনপ্রিয়। নতুন ধরনের কুলারটি এয়ার কন্ডিশনারের অনুভূতি দিতে পারে বলেই তার জনপ্রিয়তা সবথেকে বেশি। তার থেকেও বড় কথা, এটি আপনার ঘর খুব দ্রুততার সঙ্গে ঠান্ডা করতে পারে। ছোট এবং মাঝারি আকারের ঘরের জন্য এই ওয়াল মাউন্টেড কুলার আদর্শ। এসি কেনার বাজেট যদি আপনার কাছে না থাকে, তাহলে এই কুলার সেরা হতে পারে। তাছাড়াও এই আপনি এই এয়ার কুলারে যেমন 1 বছরের ওয়ারান্টি পেয়ে যাবেন। তেমনই আবার যদি কোনও ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, তাহলে তা-ও বদলে দেবে সংস্থাটি।