Xiaomi Pad 5: গ্লোবাল ইভেন্টে নতুন ট্যাব লঞ্চ করেছে শাওমি সংস্থা, দেখে নিন এই ডিভাইসের বিভিন্ন ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 16, 2021 | 7:28 AM

শাওমি প্যাড ৫- এর সঙ্গে গ্লোবাল ইভেন্টে একটি স্মার্ট পেনও লঞ্চ করেছেন শাওমি কর্তৃপক্ষ।

Xiaomi Pad 5: গ্লোবাল ইভেন্টে নতুন ট্যাব লঞ্চ করেছে শাওমি সংস্থা, দেখে নিন এই ডিভাইসের বিভিন্ন ফিচার
গ্লোবাল ইভেন্টে নতুন ট্যাব লঞ্চ করেছে শাওমি সংস্থা।

Follow Us

শাওমির গ্লোবাল ইভেন্টে শাওমি ১১টি, শাওমি ১১টি প্রো, শাওমি ১১ লাইট ৫জি এনই— এই তিনটি স্মার্টফোন ছাড়াও লঞ্চ হয়েছে শাওমি ট্যাব ৫ ট্যাবলেট এবং শাওমি স্মার্ট পেন। জানা গিয়েছে, শাওমির এই নতুন ট্যাবে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে Qualcomm Snapdragon ৮৬০ প্রসেসর এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। শাওমি প্যাড ৫- এর পাশাপাশি আবার সংস্থা একটি স্মার্ট পেনও লঞ্চ করেছে। এই স্মার্ট পেনে স্ক্রিনশট নেওয়ার জন্য রয়েছে একটি বাটন।

শাওমি প্যাড ৫- এর দাম 

শাওমি প্যাড ৫- এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম EUR ৩৪৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৩০০ টাকা। এছাড়া ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম EUR ৩৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,৬০০ টাকা। কসমিক গ্রে এবং পার্ল হোয়াইট, এই দুই রঙে পাওয়া যাবে শাওমির নতুন ট্যাব। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শাওমি প্যাড ৫- এর বিক্রি শুরু হবে।

শাওমি প্যাড ৫- এর বিভিন্ন ফিচার

  • শাওমি প্যাড ৫ পরিচালিত হয়ে অ্যানড্রয়েড ১১ এবং MIUI 12.5- এর সাহায্যে।
  • এই ট্যাবে রয়েছে একটি ১১ ইঞ্চির WQHD+ TrueTone ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz।
  • এই ট্যাবের ডিসপ্লেতে ডলবি ভিশন এবং HDR10  সাপোর্ট রয়েছে।
  • শাওমি প্যাড ৫- এ রয়েছে একটি Qualcomm Snapdragon 860 প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬ জিবি র‍্যাম (স্ট্যান্ডার্ড)। সেই সঙ্গে রয়েছে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
  • শাওমির এই ট্যাবে ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়াও একসঙ্গে অনেক কাজ করার জন্য রয়েছে স্প্লিট স্ক্রিন ফিচার।
  • শাওমি প্যাড ৫ ট্যাবে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলে ক্যামেরা সেনসর। ট্যাবের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে এই ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে এলটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ট্যাবের সামনের ডিসপ্লেতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ১০৮০পি রেকর্ডিং ফিচার।
  • শাওমির নতুন ট্যাবে রয়েছে একটি ৮৭২০mAh ব্যাটারি। এর সঙ্গে সঙ্গে আবার ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • শাওমি প্যাড ৫ ডিভাইস ১০ ঘণ্টা গেম খেলার, ১৬ ঘন্টার ভিডিয়ো প্লেব্যাক এবং পাঁচদিনের মিউজিক প্লেব্যাকের সুবিধা  প্রদান করে বলে দাবি করেছে সংস্থা।
  • চারটি স্পিকার রয়েছে এই ট্যাবে। আর সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে শাওমি প্যাড ৫- এ রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, টাইপ-সি ইউএসবি পোর্ট এবং আরও অনেক কিছু।
  • শাওমি প্যাড ৫ ডিভাইস আগে থেকেই ইনস্টল করা রয়েছে নেটফ্লিক্স অ্যাপ।

আরও পড়ুন- 9th Generation iPad: অ্যাপেলের নতুন ডিভাইস ‘আইপ্যাড ৯’- এর বিভিন্ন ফিচার দেখে নিন একঝলকে

আরও পড়ুন- iPad mini 6: অ্যাপেলের নতুন আইপ্যাড মিনি ডিভাইসে কী কী ফিচার রয়েছে?

Next Article