Asteroid Alert: আগামী দু’দিনে এক জোড়া গ্রহাণু এগিয়ে আসছে পৃথিবীর দিকে, ক্ষতির আশঙ্কা কত?

Asteroid 1998 WB2: নাসা জানিয়েছে, আগামী দিনে এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। যার আয়তন 470 ফুট। অর্থাৎ এটি একটি ভবনের মতোই বড়। এর নাম Asteroid 1998 WB2। এই গ্রহাণু ঘণ্টায় 51,116 কিলোমিটার বেগে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। আবার প্রশ্ন হল কোন দিনটিতে পৃথিবীর একদম কাছে আসবে জানেন?

Asteroid Alert: আগামী দু'দিনে এক জোড়া গ্রহাণু এগিয়ে আসছে পৃথিবীর দিকে, ক্ষতির আশঙ্কা কত?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 5:52 PM

একটা বিরাট গ্রহাণু। সে কি না নিজের জায়গায় স্থায়ী নেই। সমানে এগোচ্ছে পৃথিবীর দিকে। এমনটাই জানাচ্ছে নাসা। আর আকার? একটা গোটা বিল্ডিংকেও হার মানাবে। নাসা জানিয়েছে, আগামী দিনে এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। যার আয়তন 470 ফুট। অর্থাৎ এটি একটি ভবনের মতোই বড়। এর নাম Asteroid 1998 WB2। এই গ্রহাণু ঘণ্টায় 51,116 কিলোমিটার বেগে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। আবার প্রশ্ন হল কোন দিনটিতে পৃথিবীর একদম কাছে আসবে জানেন? বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুটি 3 ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।

সঙ্গে রয়েছে আরও একটি…

শুধুই Asteroid 1998 WB2 নয়। NASA আরেকটি গ্রহাণু 2013 VX4 সম্পর্কেও জানিয়েছে, যেটি গ্রহাণু 1998 WB2-এর একদিন পর 4 ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। এটির উচ্চতাও 190 ফুট। এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে, প্রায় 1,200,000 মাইল (1,960,000 কিলোমিটার)। সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের মতে, গ্রহাণুটি ঘণ্টায় 23,567 কিলোমিটার বেগে চলছে। নাসা জানিয়েছে, এই বিশালাকার গ্রহাণুটি পৃথিবীর উপর বিরাট কোনও প্রভাব ফেলবে না।

গ্রহাণুগুলো কেন পৃথিবীর দিকে আসছে?

গ্রহাণু হল এক ধরনের শিলা, যা সূর্যের চারপাশে গ্রহের মতো ঘোরে। এরা গ্রহের তুলনায় আকারে অনেক ছোট হয়। অধিকাংশ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথে পাওয়া যায়। এছাড়া অন্যান্য গ্রহের কক্ষপথেও এরা একইভাবে ঘুরতে থাকে। যখন সৌরজগৎ তৈরি হচ্ছিল, তখন গ্যাস এবং ধূলিকণার মেঘ ছিল, যা একটি গ্রহের আকার নিতে পারেনি। সেগুলো হয়ে গেল গ্রহাণু। আর সেগুলোই নির্দিষ্ট জায়গায় থেকে থাকে না। এদিক ওদিক ঘুরে বেরায়। আর পক্ষপথ থেকে বেরিয়ে গেলে তারা পৃথিবীর দিকে আসতে থাকে। বিজ্ঞানীদের মতে, আগামী কয়েকশো বছর কোনও গ্রহাণু পৃথিবীর দিকে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই।