Aditya L1 Mission News: সাফল্যের দিকে পৌঁছতে একটার পর একটা ধাপ অতিক্রম করেই চলেছে ভারতের প্রথম সৌরমিশন আদিত্য-L1। গত শনিবার, 2 সেপ্টেম্বর সফল ভাবে মহাকাশে উৎক্ষেপণের পর তার পরবর্তী পর্যায়ের অন্বেষণের জন্য প্রস্তুত এটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO-র তরফে বলা হয়েছে, মহাকাশযানটি পৃথিবীর অভিমুখে পাঁচটি ম্যানুভারের মধ্যে তিনটি সম্পন্ন করেছে। এখন আদিত্য-L1 তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত, যা 15 সেপ্টেম্বর হতে চলেছে।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশ সংস্থার ওয়ার্কহর্স, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C57) থেকে উৎক্ষেপণ করা হয়েছিল আদিত্য-L1কে, যা ভারতের মহাকাশ কর্মসূচির জন্য আর একটি উল্লেখযোগ্য সাফল্য চিহ্নিত করে। প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 অবতরণ করার দিন দশেকের মধ্যেই আদিত্য-L1কে সফল ভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয় ইসরো।
সংস্কৃত ভাষায় সূর্যের অপর নাম আদিত্য। সেখান থেকেই সৌরযানটির নাম আদিত্য রাখা হয়। এই আদিত্য-L1 যানটি সাতটি স্বতন্ত্র পেলোড দিয়ে সজ্জিত, যা তৈরি করেছে ISRO এবং অন্যান্য অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলি। এই যন্ত্রগুলি সূর্যের বায়ুমণ্ডলের বিভিন্ন দিক এবং মহাকাশের আবহাওয়ার উপর এর প্রভাব অধ্যয়ন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই তিনটি পৃথিবী-অভিমুখী ম্যানুভারের পরে আদিত্য L1 বর্তমানে 282 কিমি x 40225 কিমি কক্ষপথে অবস্থিত।
মহাকাশযানটি চার মাসের মধ্যে তার অবজ়ার্ভেশন পয়েন্টে পৌঁছবে বলে মনে করা হচ্ছে, যেখানে এটি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 বা L1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। এটি আসলে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী স্থানের একটি বিন্দু, যা সূর্যের অবিচ্ছিন্ন পর্যবেক্ষণের অনুমতি দেয়।
আদিত্য L1 তার পরবর্তী ধাপে L1 ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিকে অগ্রসর হবে। এই পদক্ষেপটি পাঁচটি পৃথিবী-অভিমুখী অরবিটাল ম্যানুভারের একটি সিরিজের অংশ। মহাকাশযানটি উৎক্ষেপণ করার প্রায় 127 দিন পরে L1 পয়েন্টে তার নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর আগেই অতিক্রম করবে বলে জানা গিয়েছে।
আদিত্য-L1 মিশন ভারতের স্পেস প্রোগ্রাম বা মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি দেশের প্রথম সৌরমিশন, যা সূর্যের বায়ুমণ্ডল, সৌর চৌম্বকীয় ঝড় এবং পৃথিবীর চারপাশের পরিবেশে তাদের প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করবে।