Asteroid Alert: পৃথিবীর কাছে এসে পড়ল 65 ফুটের বিশাল গ্রহাণু, কোন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 15, 2023 | 2:13 PM

NASA News: এটি একটি 65 ফুট বিশাল গ্রহাণু, যা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এর আয়তন বিশ্লেষন করতে গিয়ে নাসা জানিয়েছে, এটি একটি বড় অ্যাপার্টমেন্টের মতো। নাসার বিজ্ঞানীদের মতে, এর গতি ভয়ঙ্কর।

Asteroid Alert: পৃথিবীর কাছে এসে পড়ল 65 ফুটের বিশাল গ্রহাণু, কোন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা?

Follow Us

Asteroid Alert On Earth: বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে বিজ্ঞানীরা তাদের মতো করে মহাকাশে নজর রেখেছে। শুক্রবার, 14 জুলাই, ঠিক দুপুর 2টো 35 মিনিটে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে। ভারত সহ গোটা বিশ্বে যখন খুশির ছায়া, তখনই NASA বিশ্ববাসীর কাছে একটি খারাপ খবর দিল। NASA-র তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ 15 জুলাই একটি বিরাট গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে। গ্রহাণুটির নাম “Asteroid 2023 NP”। বিজ্ঞানীরা 2023 NP-এর জন্য একটি সতর্কতা জারি করেছে। এটি একটি 65 ফুট বিশাল গ্রহাণু, যা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এর আয়তন বিশ্লেষন করতে গিয়ে নাসা জানিয়েছে, এটি একটি বড় অ্যাপার্টমেন্টের মতো। নাসার বিজ্ঞানীদের মতে, এর গতি ভয়ঙ্কর। এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে পারে। এর গতি ঘণ্টায় 29660 কিলোমিটার। পৃথিবীর দক্ষিণ মেরুতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীরা কখন সতর্কতা জারি করে?

আপনার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, যে NASA কখন কোনও গ্রহাণু নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করবে? NASA-র জেট প্রপালশন ল্যাবরেটরি এই সব কিছুর দিকে নজর রাখে। এছাড়াও নাসার গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) রাতের আকাশে চলমান বস্তুগুলিকে স্ক্যান করে। তারপরেই তারা এমন সিদ্ধান্ত নেয়। কখনও কখনও বিজ্ঞানীরা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করেন। এর বিশাল টেলিস্কোপ মহাকাশে থাকা যে কোনও গ্রহাণুর দিকে নজর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংঘর্ষের আশঙ্কা কতটা?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এটি ইটিমধ্যেই পৃথিবী থেকে প্রায় 44.2 লক্ষ কিলোমিটার কাছে এসে গিয়েছে। গতি অনেকটা বেশি হওয়ায় পৃথিবীর কাছাকাছি আসতে আর বেশি সময় নেবে না। নাসা এই গ্রহাণুটির উপর প্রতিনিয়ত নজর রাখছে। অনেক মহাকাশ বিজ্ঞানী এটি নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছেন। যদি গতিপথ পরিবর্তন না করে, তবে তাহলে পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে। কিন্তু এখনও পর্যন্ত সংঘর্ষের মতো কোনও তথ্য জারি করেনি NASA। তাই পৃথিবীর দিকে ধেয়ে আসলেও সংঘর্ষ হবে মনে এখনই কিছু মনে করছেন না বিজ্ঞানীরা।

গ্রহাণু কী?

গ্রহাণু হল পাথর বা শিলা দিয়ে তৈরি এক প্রকার বস্তু, যা সবসময় সূর্যের চারপাশে ঘোরে। গ্রহাণুগুলি সাধারণত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে প্রদক্ষিণ করে। বিশেষজ্ঞদের মতে, সৌরজগতে হাজার হাজার গ্রহাণু রয়েছে। তা মধ্যেই যখন কোনও গ্রহাণপ তাদের গতিপথ পরিবর্তন করে, তখনই সমস্যা দেখা দেয়।

Next Article