Bloodsucking Fish: শরীরে নেই একটাও হাড়, শিকার করত ডাইনোসরকে; চিনে নিন এই ‘রক্তখেকো’ মাছকে

Pacific Lamprey: বিজ্ঞানীদের মতে এই প্রজাতির মাছ বিলুপ্ত হতে হতেও হয়নি। আর তাদের সঙ্গে এমন ঘটনা একবার কিংবা দু'বার নয়। বরং চারবার ঘটেছে। তারা এখনও পর্যন্ত মোট চারবার বিলুপ্তির পথে পৌঁছেছিল, কিন্তু তা হয়নি। মাছটি 45 কোটি বছর ধরে পৃথিবীতে রয়েছে।

Bloodsucking Fish: শরীরে নেই একটাও হাড়, শিকার করত ডাইনোসরকে; চিনে নিন এই 'রক্তখেকো' মাছকে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 6:37 PM

পৃথিবীতে এমন কিছু রহস্যময় প্রাণী রয়েছে, যাদের আকার থেকে জীবনযাপন একেবারেই আলাদা। এমন সব প্রাণী আছে, যাদের সন্ধান পাওয়া মাত্র বিজ্ঞানীরাও হতবাক হন। এবার তেমনই একটি বিরল মাছের খোঁজ পেলেন তাঁরা। তাঁদের মতে, এই মাছ ডাইনোসর শিকার করেছে। তাহলে তার বয়স কত হতে পারে, সেই আন্দাজ আপনি করে নিতে পারছেন। লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, এই মাছটির নাম প্যাসিফিক ল্যামপ্রেস। যা উত্তর প্রশান্ত মহাসাগরের মিষ্টি জলে পাওয়া যায়। এই মাছ শক্ত কিছু খেতে পারে না। এবার আপনার মনে হতে পারে, যদি শক্ত কিছু খেতেই না পারে, তাহলে কীভাবে ডাইনোসরের শিকার করা সম্ভব? আর মাছটির আয়তনই বা কত, যার কারণে সে ডাইনোসর শিকার করতে পারত? এই সব কিছু নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।

মাছটি নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কেবল তরল পদার্থ খেতে পারে। এমনকি তার উপর ভিত্তি করেই জীবনযাপন করে। অর্থাৎ, শিকারের রক্ত ​​চুষে খাওয়ার মতো ক্ষমতা রয়েছে এই মাছের। আর সেই রক্ত খাওয়ার জন্যই শিকার করে বড় প্রাণীদের। এই সব কিছুর মধ্যে সবচেয়ে অবাক করা তথ্য যেটা বিজ্ঞানীরা দিয়েছেন, তা হল এই মাছটি 45 কোটি বছর ধরে পৃথিবীতে রয়েছে।

অন্যান্য মাছের থেকে একেবারেই আলাদা:

এই মাছে অন্য সব মাছের মতো চোয়াল নেই। তবুও এটি তার শিকারকে নির্মমভাবে হত্যা করতে পারে। চোয়ালের পরিবর্তে মুখে একটি শোষক রয়েছে। আর তাতেই তার দাঁতগুলো সাজানো রয়েছে। দাঁতের সাহায্যে তারা শিকার ধরতে পারে। আর শোষকটি শিকারের রক্ত চুষে নিতে সাহায্য করে। জানলে অবাক হবেন, এই মাছটির শরীরে একটি হাড়ও নেই। বিজ্ঞানীরা এই মাছটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেছেন, বর্তমানে 40 প্রজাতির প্যাসিফিক ল্যামপ্রেস রয়েছে।

বিলুপ্ত হয়েও হয় না, কিন্তু কেন?

বিজ্ঞানীদের মতে এই প্রজাতির মাছ বিলুপ্ত হতে হতেও হয়নি। আর তাদের সঙ্গে এমন ঘটনা একবার কিংবা দু’বার নয়। বরং চারবার ঘটেছে। তারা এখনও পর্যন্ত মোট চারবার বিলুপ্তির পথে পৌঁছেছিল, কিন্তু তা হয়নি। তার কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, স্ত্রী ল্যামপ্রেস একবারে 2 লাখ ডিম পাড়ে। ফলে এরা কোনওভাবেই বিলুপ্ত হতে পারে না। সেইভাবে হিসেব করে দেখলে তারা এখনও পর্যন্ত 45 কোটি বছর ধরে পৃথিবীতে রয়েছে।