Aditya-L1 Mission: সূর্যের আরও কাছাকাছি পৌঁছল আদিত্য-এল১

ISRO: সূর্যের আরও কাছাকাছি পৌঁছল ইসরোর সূর্যযান আদিত্য-এল১। শনিবার পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি কাটিয়ে আরও খানিক এগিয়ে গিয়েছে আদিত্য। টুইট করে খবরটি জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। এই নিয়ে ইসরোর দ্বিতীয় মহাকাশযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করতে সফল হল।

Aditya-L1 Mission: সূর্যের আরও কাছাকাছি পৌঁছল আদিত্য-এল১
ইসরোর সূর্যযান আদিত্য-এল১।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 11:12 PM

বেঙ্গালুরু: চাঁদের মাটিতে অবস্থিত রোভার ও প্রজ্ঞান-এর থেকে এখনও কোনও সাড়া মেলেনি। তবে এর মধ্যেই আদিত্য (Aditya-L1)-র থেকে আরও একটি ভাল খবর এল। সূর্যের আরও কাছাকাছি পৌঁছল ইসরোর সূর্যযান আদিত্য-এল১। শনিবার পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি কাটিয়ে আরও খানিক এগিয়ে গিয়েছে আদিত্য। টুইট করে খবরটি জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো (ISRO)।

ইসরো সূত্রে খবর, পৃথিবী থেকে ৯.২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করল আদিত্য-এল১। সফলভাবে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি ছিন্ন করেছে। এখন এটি সূর্য পৃথিবীর ল্যাগরেজ পয়েন্ট১ (L1)-এর দিকে ছুটছে।

এই নিয়ে ইসরোর দ্বিতীয় মহাকাশযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করতে সফল হল। এর আগে মঙ্গলের মহাকাশযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করেছে বলেও টুইট-পোস্টে উল্লেখ করেছে ইসরো।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ করে আদিত্য-এল১। ১৮ সেপ্টেম্বর রাত ২টো থেকেই ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ শুরু করে ইসরোর সূর্যযান। কয়েক লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে L1-এর কাছে কক্ষপথে আদিত্যর সফল প্রবেশ ঘটানোই ইসরোর মূল লক্ষ্য। তারপর পৃথিবী ও সূর্যের মাঝে ওই কক্ষপথে ঘুরতে-ঘুরতেই সূর্যের উপর পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে সূর্যের ছবি পাঠাবে আদিত্য-এল১। আর সেই ছবি ধরে সূর্য সম্পর্কে গবেষণা চালাবে ইসরো।

প্রসঙ্গত, চন্দ্রযান-৩-র সাফল্যের পর গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় ইসরোর সূর্যযান আদিত্য-L1।