AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

50 বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ সামনেই, সাক্ষী হতে জেনে নিন তারিখ ও সময়

Solar Eclipse 2024: মনে করা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ 7.5 মিনিট স্থায়ী হবে। গ্রহণের সময় সূর্যকে চাঁদ ঢেকে ফেলবে। দিনের আলো খুব কম পৌঁছবে পৃথিবীতে। একটি প্রতিবেদনে বলা হয়েছে , 2044 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনভাবে সূর্যগ্রহণ দেখা যাবে না।

50 বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ সামনেই, সাক্ষী হতে জেনে নিন তারিখ ও সময়
| Updated on: Mar 27, 2024 | 9:30 AM
Share

2024 অর্থাৎ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 8 এপ্রিল। এটি মেক্সিকো সহ আমেরিকা এবং কানাডার কিছু অংশ থেকে দেখা যাবে। এটি শুনলে অবাক হবেন, 50 বছরের মধ্যে এত দীর্ঘতম সূর্যগ্রহণ আর হয়নি। মনে করা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ 7.5 মিনিট স্থায়ী হবে। গ্রহণের সময় সূর্যকে চাঁদ ঢেকে ফেলবে। দিনের আলো খুব কম পৌঁছবে পৃথিবীতে। একটি প্রতিবেদনে বলা হয়েছে , 2044 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনভাবে সূর্যগ্রহণ দেখা যাবে না।

সূর্যগ্রহণ কী?

সূর্যগ্রহণ হল এমন একটি অবস্থা, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। এ কারণে সূর্যের প্রতিচ্ছবি কিছুক্ষণের জন্য চাঁদের পিছনে আবৃত থাকে, একে সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণ তিন রকম হতে পারে। আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

চলতি বছরে দু’টি সূর্যগ্রহণ…

2024-এ দু’টি সূর্যগ্রহণ দেখা যাবে। 8 এপ্রিল প্রথম সূর্যগ্রহণ ঘটবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে শুরু হয়ে এটি একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হকতে চলেছে। এটি উত্তর আমেরিকা ও মেক্সিকো হয়ে কানাডায় পৌঁছাবে। এটি কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং জ্যামাইকার মতো দেশেও আংশিকভাবে দেখা যাবে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, কারণ সেই সময় এদেশে রাত হবে।

তাহলে কীভাবে সূর্যগ্রহণ দেখবেন?

ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্মে দেখতেই পারেন। আপনি যদি সেইসব দেশে থাকেন, যেখানে সূর্যগ্রহণ সরাসরি দেখা যাচ্ছে, তাহলে এক্স-রে প্লেট, সানগ্লাস ব্যবহার করেই দেখবেন। নাহলে চোখের উপর খারাপ প্রভাব পড়ে।