Plastic Free Bag Day : ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রি ব্যাগ ডে

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jul 03, 2021 | 4:02 PM

এই পলিথিন ব্যাগ এখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ? কারণ হল এই ব্যাগগুলির তৈরির খরচ খুবই কম হলেও এগুলি যা পরিবেশ দূষণ করে, তার থেকে পরিবেশকে পরিষ্কার করার খরচ বহুগুণ বেশি।

Plastic Free Bag Day : ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রি ব্যাগ ডে
প্রতিকী ছবি

Follow Us

৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রি ব্যাগ ডে। সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয়। কিন্তু আপাতদৃষ্টিতে একটি নিরীহ প্লাস্টিকের ব্যাগ নিয়ে এত মাথাব্যাথা কেন? একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ। সবচেয়ে সস্তা। বাজার করতে গেলে বিনামূল্যেই পাওয়া যায়। কিন্তু জানেন কি এই পলিথিন ব্যাগ এখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ? কারণ হল এই ব্যাগগুলির তৈরির খরচ খুবই কম হলেও এগুলি যা পরিবেশ দূষণ করে, তার থেকে পরিবেশকে পরিষ্কার করার খরচ বহুগুণ বেশি। শুধু তাই-ই নয়, এগুলি মাটিতে মিশে যেতে সময় লাগে কমপক্ষে ১০০ বছর। তার উপর রয়েছে এর নানা রকম কুপ্রভাব। স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, আমাদের চারপাশের জন্য।
দেখা গিয়েছে দেশের বড়-বড় মেট্রো শহরগুলি প্রায়ই অল্প বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির সম্মুখীন হয়। তার অন্যতম কারণ প্লাস্টিক ব্যাগ। নালা-নর্দমায় পড়ে জল চলাচলের মুখগুলি ছোট করে দেয় পলিথিন ব্যাগ। তাছাড়াও মাটির উপর একটি স্তরের মত জমে থেকে বৃষ্টির জলকে মাটির তলায় যেতে বাধা দেয় প্লাস্টিক।

আরও পড়ুন:Battlegrounds Mobile India: আনুষ্ঠানিক ভাবে রিলিজ হয়েছে গেম, ইতিমধ্যেই ডাউনলোড ১০ মিলিয়ন

সমুদ্রের জলে মিশে যাওয়ার পর প্লাস্টিক পাল্ভারাইজড প্লাস্টিকে পরিণত হয়। অর্থাৎ প্লাস্টিক ছোট-ছোট টুকরো ও কণায় পরিণত হয়। সেই সূক্ষ্ম প্লাস্টিক কণা সামুদ্রিক প্রাণী ও পাখিদের দেহে প্রবেশ করে তাদের অকাল মৃত্যু ডেকে আনছে রোজ। প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে সমুদ্রের জলে জমে থাকা ভাসমান প্লাস্টিক বা জিপিজিপি দেখা যাচ্ছে মহাকাশ থেকে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ তাই মনুষ্য সভ্যতার কলঙ্ক বাড়াচ্ছে রোজ।

প্লাস্টিক ব্যাগের রকমফের:-
১। হাইডেনসিটি পলিথিলিন বা HDPE
২। লো ডেনসিটি পলিথিলিন বা LDPE
৩। নন উভেন পলিপ্রপলিন
৪। ডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগ
নিজেদের জীবনে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে কী করতে পারি আমি, আপনি-
-বাজারে কাপড়ের ব্যাগ নিয়ে যেতে পারি।
-দোকানদার প্লাস্টিক ব্যাগ দিতে চাইলে প্রত্যাখ্যান করতে পারি।
-বাজারে গেলে সব্জির জন্য কাপড়ের ব্যাগ আর মাছ বা মাংসের জন্য টিফিন কৌটো ব্যবহার করতে পারি।
-শপিং মল থেকে দাম দিয়ে বর্জ্য (প্লাস্টিক ব্যাগ) না কিনে কাপড় বা চটের ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতে পারি।
-পুরানো জিনস প্যান্ট দরজিকে দিয়ে সেলাই করিয়ে দারুণ ব্যাগ বানাতে পারি যাতে থাকবে শাক-সবজি, তরি-তরকারি নেওয়ার খোপ।

আরও পড়ুন:সুশিমার ভূতের সঙ্গে নয়া রূপে আসছে আইকি আইল্যান্ড! দেখুন ট্রেলার

Next Article